Home> দেশ
Advertisement

BSF: হামলার আগেই আঘাত, জম্মু সীমান্তে বিএসএফের তোপের মুখে উড়ল লস্করের লঞ্চপ্যাড

BSF strike on Lashkar launchpad: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারনে নিরীহ পর্যটকদের উপরে হামলা চালায় জঙ্গিরা। তার পরেই পাক জঙ্গিদের শায়েস্তা করতে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারত

BSF: হামলার আগেই আঘাত, জম্মু সীমান্তে বিএসএফের তোপের মুখে উড়ল লস্করের লঞ্চপ্যাড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরের পর ফের এক ধাক্কা পকিস্তানকে। ভারতের প্রত্যাঘাতে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি। তার পরেও শিক্ষা হয়নি তাদের। জম্মুতে লাইন অব কন্ট্রোলের খুব কাছেই তার তৈরি করেছিল জঙ্গিদের লঞ্চপ্যাড। মঙ্গলবার লস্কর ই তৈবার সেই লঞ্চপ্যাড উড়িয়ে দিল বিএসএফ।

সীমান্তরক্ষী বাহিনীর আইজি শশাঙ্ক আনন্দ জানিয়েছেন কীভাবে ওই লঞ্চ প্যাড থেকে গুলি চালানো হয়েছিল এবং তার পরই গুলি চালায় বিএসএফ। ভারতের আঘাতে লস্করের ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বিএসএফের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ওদের মনবল ভাঙাতে শুরু করেছিল ৮ মে ও ৯ মে থেকে।

শশাঙ্ক আনন্দ আরও বলেন, লুনিতে লস্করের ওই ঘাঁটিতে কমপক্ষে ১৮-২০ জন জঙ্গি লুকিয়ে ছিল। সেই ঘাঁটি গুড়িয়ে দিয়েছে বিএসএফ। ডিআইজি বীরেন্দ্র দত্ত জানান, লুনিতে ১৮-২০ জন জঙ্গি লুকিয়ে ছিল। এদের পরিকল্পনা ছিল ভারতে ঢুকে পড়া। লক্ষ্য ছিল ভারতীয় সেনা ছাউনিগুলিতে হামলা চালানো। কিন্তু বিএসএফ তা হতে দেয়নি। লুনি ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে। আমাদের উদেশ্য ছিল শত্রুর সবচেয়ে বেশি ক্ষতি করা। সেটা করতে পেরেছি।

আরও পড়ুন-এগিয়ে বাংলা! বাল্যবিবাহ রুখতে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও সচেতন করবে রাজ্য...

আরও পড়ুন- ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর কী এমন হল? ১১-র নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য...

উল্লেখ্য়, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারনে নিরীহ পর্যটকদের উপরে হামলা চালায় জঙ্গিরা। তার পরেই পাক জঙ্গিদের শায়েস্তা করতে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারত। গতকাল গুজরাতে প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর শেষ হয়নি। ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা পাকিস্তান সীমান্তের ওপার থেকে গোলাগুলি ও ড্রোন হামলা চালাতে শুরু করে। আকাশেই সেই হামলা ভেস্তে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। তার পাল্টা পাকিস্তানের ১১ এয়ারবেসে প্রবল আঘাত হেনেছে ভারত। বাধ্য হয়েই সংঘর্ষ বিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় পাকিস্তান।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More