ওয়েব ডেস্ক: মৃত্যু হল পাক গুলিতে আহত বি এস এফ জওয়ান গুরনাম সিংয়ের। জানা গিয়েছে, শুক্রবার হিরানগর সেক্টরে হামলা চালায় পাক বাহিনী। সেই হামলাতেই পাক সেনার ছোঁড়া স্নাইপার এসে লাগে গুরনামের শরীরে। বছর ছাব্বিশের গুরনাম তত্ক্ষণাত্ গুরুতর আহত হয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে। চিকিত্সকেরা প্রথম থেকেই জানিয়েছিলেন গুরনামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারপরেও শেষ চেষ্টা চালানো হয় জখম সেনাকে বাঁচানোর। চিকিত্সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গতকাল থেমে যায় গুরনামের লড়াই।
আরও পড়ুন অবশেষে বারমুডা ট্রায়াঙ্গালের রহস্যের সমাধান হল
আরও পড়ুন অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তেরো বছরের কিশোর