Home> দেশ
Advertisement

Bullet Train of India: বড় খবর! ২০২৬-এই ভারতে ছুটবে বুলেট ট্রেন! জানা গেল ১২ স্টেশনের নাম...

India Bullet Train 12 stations in route map realeased: প্রথম ও শেষ স্টেশন কী হচ্ছে? মোট কত কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেনের করিডর? কোন স্টেশনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ?

Bullet Train of India: বড় খবর! ২০২৬-এই ভারতে  ছুটবে বুলেট ট্রেন! জানা গেল ১২ স্টেশনের নাম...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বুলেট ট্রেন নিয়ে বড় খবর! আগামী বছর, ২০২৬-এই ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন (Bullet Train)। ইতিমধ্যেই ভারতে বুলেট ট্রেনের সফল যাত্রার লক্ষ্যে জাপানে শুরু হয়ে গিয়েছে ট্রায়াল রান।

ভারতে প্রথম মুম্বই-অহমেদাবাদ রুটে ছুটবে এই বুলেট ট্রেন (Bullet Train)। মোট ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই বুলেট ট্রেনের যাত্রাপথ বা নির্দিষ্ট করিডরটি যাবে মহারাষ্ট্র, গুজরাট এবং দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে। করিডোরটি দুটি ভাগে বিভক্ত। যার মধ্যে গুজরাটে থাকছে ৩৪৮ কিমি। আর মহারাষ্ট্রে প্রায় ১৫৬ কিমি বিস্তৃত। ৫০৮ কিলোমিটার দীর্ঘ করিডরে ভূগর্ভস্থ ২১ কিমি, সমুদ্র সুড়ঙ্গ ৭ কিমি আর পাহাড়ি সুড়ঙ্গ ৫ কিমি। রুটে মোট ১২টি স্টেশন থাকবে।

কোন ১২টি স্টেশন দিয়ে যাবে বুলেট ট্রেন?

মুম্বই (বান্দ্রা কুরলা কমপ্লেক্স): এটি হবে করিডোরের শুরুর স্টেশন।

থানে: থানে স্টেশনটি ডোম্বিভলি পূর্বের কাছে প্রস্তাবিত।

ভিরার: এটি মহারাষ্ট্রের তৃতীয় স্টেশন হবে, যা পালঘর জেলায়।

বয়সর: বয়সর স্টেশনটি নিকটবর্তী শিল্প এলাকাগুলিকে জুড়বে।

ভাপি: গুজরাটের প্রথম স্টেশন। ভাপি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।

বিলিমোরা: নভসারি জেলায় অবস্থিত এই স্টেশনটি আঞ্চলিক পর্যটনকে উৎসাহিত করবে।

সুরাট: সুরাট গুজরাটের একটি প্রধান বাণিজ্যিক শহর। সুরাট বুলেট ট্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টপেজ হবে।

ভারুচ : নর্মদা নদীর তীরে অবস্থিত এই স্টেশনটি শিল্প উন্নয়নে সহায়তা করবে বলে আশা।

ভদোদরা : গুজরাটের সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত ভদোদরা। এই স্টেশনের নির্মাণকাজ চলছে।

আনন্দ / নাদিয়াদ : খেদা জেলায় এই স্টেশনটি কৃষি ও দুগ্ধ শিল্পের জন্য উপযুক্ত হবে।

অমেদাবাদ : গুজরাটের অর্থনৈতিক রাজধানী অমেদাবাদ। বুলেট ট্রেন স্টেশনটি কালুপুরের কাছেই থাকবে।

সবরমতী : করিডোরের শেষ স্টেশন হবে সবরমতী। এটি অমেদাবাদ মেট্রোর সাথে মার্জ করে যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, সুরাটে ভারতের প্রথম বুলেট ট্রেন স্টেশন প্রায় প্রস্তুত। পরের বছর থেকেই ট্রায়াল রান শুরু হবে। আর ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণ পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুুন, RBI Withdrawing 500 Rupee Note Fact Check: বাজারে আর বৈধ নয়, বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিই? RBI জানাল...

আরও পড়ুন, Doomsday Fish: WATCH | তামিলনাড়ুর সৈকতে বিরল 'ডুমসডে ফিশ'! কোভিডের সঙ্গেই আরও কোনও বিপর্যয় আসন্ন ভারতে? কীসের অশনিসংকেত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More