Home> দেশ
Advertisement

অটোকে ধাক্কা মেরে রাস্তার পাশের কুয়োয় ছিটকে পড়ল বাস, ৯ মহিলা-সহ নিহত ২৫

রাজ্য সরকারের তরফে নিহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

অটোকে ধাক্কা মেরে  রাস্তার পাশের কুয়োয় ছিটকে পড়ল বাস, ৯ মহিলা-সহ নিহত ২৫

নিজস্ব প্রতিবেদন: বাস-অটোর সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা। দুটি যানই  ছিটকে পড়ল রাস্তার পাশের একটি কুয়োতে। মঙ্গলবার মহারাষ্ট্রের নাসিক জেলার ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ জনের।

আরও পড়ুন-NRC: টি-শার্ট, কফি মাগে ক্ষুদিরাম থেকে চে- বইমেলায় মিলছে SFI-র স্টলে

এদিন বিকেল চারটে নাগাদ ওই দুর্ঘটনা ঘটে মালেগাঁও-দেওলা রোডের মসি ফাটা নামে একটি জায়গায়। রাজ্য সরকারের একটি বাস ওই অটোটিকে ধাক্কা। নিহতদের অধিকাংশই বাসের যাত্রী। নিহতদের মধ্যে রয়েছে ৯ মহিলা ও ৭ বছরের এক শিশু।

ধাক্কার জের এতটাই ছিল যে দুমড়ে তালগোল পাকিয়ে যায় অটোটি। সংবাদসংস্থাকে নাসিকের এক পুলিস আধিকারিক জানিয়েছেন, ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুঁয়ো থেকে জল বের করা হচ্ছে।

আরও পড়ুন-আমি চিঁড়ে খাই, কৈলাসকে সপাটে জবাব দিলেন 'বাঙালি' দিলীপ

রাজ্য সরকারের তরফে নিহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকার্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Read More