Home> দেশ
Advertisement

আয়ুষমান ভারত প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, উপকৃত হবেন ৫০ কোটি দেশবাসী

জাতীয় স্বাস্থ্য প্রকল্পে অনুমোদন কেন্দ্রের।  

আয়ুষমান ভারত প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, উপকৃত হবেন ৫০ কোটি দেশবাসী

নিজস্ব প্রতিবেদন: জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন- 'আয়ুষমান ভারতে' অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা মিলবে। 

এই প্রকল্পের জন্য বাজেটে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। উপকৃত হবেন অন্তত ৫০ কোটি মানুষ। বিশ্বের বৃহত্তম সামাজিক প্রকল্প হিসেবে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা ও সিনিয়র সিটিজেন হেলথ ইনস্যুরেন্স প্রকল্প অন্তর্ভূক্ত হবে এই আয়ুষ প্রকল্পে। 

আরও পড়ুন- মাত্র ৯৯৯ টাকায় মিলছে জিও ফোর জি হটস্পট

স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। এটা বিশ্বের অন্যতম বৃহত্ স্বাস্থ্য প্রকল্প। স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বপ্নদর্শী পদক্ষেপ।'' 

Read More