জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার কানাডিয়ান সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে ডিসেবেল হয়ে যায়। জানা গিয়েছে ওয়েবসাইটটি হ্যাকারদের একটি গ্রুপ হ্যাক করেছিল। এই গ্রুপটির নাম 'ইন্ডিয়ান সাইবার ফোর্স'। তারা সাইবার আক্রমণের জন্য X (আগের টুইটার)-প্লাটফর্মে দায় স্বীকার করেছিল।
ন্যাশনাল ডিফেন্স ডিপার্টমেন্টের মিডিয়া রিলেশনশিপ প্রধান ড্যানিয়েল লে বুথিলিয়ার জানিয়েছেন, দুপুর নাগাদ এই সমস্যা শুরু হয়েছিল এবং পরে তা সংশোধন করা হয়েছিল।
আরও পড়ুন: M S Swaminathan Passed Away: যুগের অবসান! প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের প্রাণপুরুষ...
ইন্ডিয়ান সাইবার ফোর্স, এক্স-এ একটি পোস্টে ঘোষণা করেছে যে ‘কানাডিয়ান এয়ারফোর্স ওয়েবসাইটটি সরিয়ে নেওয়া হয়েছে’। পাশাপাশি ওয়েবসাইটে দেখানো ত্রুটি বার্তার একটি স্ক্রিনশট শেয়ার করেছে।
Canadian Airforce Website has been taken down
— Indian Cyber Force (@CyberForceX) September 27, 2023
>Target - https://t.co/nNzSz3kAHr
>Check host - https://t.co/nH67OaEhMY
Duration: 2 hour#Fuckcanada pic.twitter.com/khfhVQAV2R
জানা গিয়েছে কিছু ডেস্কটপ ব্যবহারকারী সাইটটি অ্যাক্সেস করতে সক্ষম হলেও বেশিরভাগ মোবাইল ডিভাইস তা করতে পারেনি।
Canada election Demcoracy Website has been taken down
— Indian Cyber Force (@CyberForceX) September 27, 2023
Target - https://t.co/HByOwWLTkY
Check Host - https://t.co/reFEI1mhrP…
Attack Duration: 1 Hour#IndianCyberForce pic.twitter.com/Q2S8IC09b4
আক্রান্ত সাইটটি কানাডা সরকার এবং ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ডিফেন্সের পাবলিক ওয়েবসাইট এবং অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে আলাদা এবং বিচ্ছিন্ন। লে বুথিলিয়ার আশ্বস্ত করেছেন যে তাদের সিস্টেমে বড় প্রভাবের কোনও ইঙ্গিত নেই।
কানাডিয়ান বাহিনী, যেখানে নৌবাহিনী, বিশেষ কমান্ড গ্রুপ, বিমান এবং মহাকাশ অভিযান সহ কানাডার সমস্ত সামরিক অভিযান অন্তর্ভুক্ত রয়েছে, বর্তমানে বিষয়টি তদন্ত করছে।
ভারতীয় সাইবার ফোর্স এর আগে ২১ সেপ্টেম্বর কানাডাকে হুমকি দিয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁরা কানাডিয়ান সাইবারস্পেসে আক্রমণের সতর্কবার্তা দিয়েছিল।
আরও পড়ুন: Basangouda Patil Yatnal: 'নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী নন', বিস্ফোরক দাবি বিজেপি নেতার
২২ সেপ্টেম্বর, গোষ্ঠীটি কানাডা সরকারের ‘অভিযোগ এবং ভারত-বিরোধী রাজনীতি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সপ্তাহে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর বিষয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যেই এই সাইবার আক্রমণটি ঘটেছে।
ভারত বিবৃতি দিয়ে কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং একে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। এটি কানাডাকে তার মাটি থেকে পরিচালিত সন্ত্রাসবাদী এবং ভারত বিরোধী উপাদানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)