Home> দেশ
Advertisement

Bus Accident in Uttarakhand: মুহূর্তে ঘটে গেল সবকিছু, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, ঘটনাস্থালেই নিহত ৮...

Bus Accident in Uttakhand: দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থালে ছুটে যায় উদ্ধারকারি দল। আহতদের গর্ত থেকে তোলা হয়

Bus Accident in Uttarakhand: মুহূর্তে ঘটে গেল সবকিছু, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, ঘটনাস্থালেই নিহত ৮...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮ জন।  ৩ জন গুরুতর আহত। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ঘটনা। অভিশপ্ত গাড়িটিতে ছিলেন ১৩ যাত্রী। সেটি যাচ্ছিল মুয়ানি থেকে বোক্তা যাচ্ছিল। পথে সেটি প্রায় ১৫০ ফুট গভীর একচি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। গুরুতর আহত ৩ জন। নীচে পড়ে গাড়িটি একেবারে তালাগোল পাকিয়ে যায়।  প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার দরুন উদ্ধারকাজে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে।

ওই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, পিথোরাগড়ের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তারা দ্রুত সেরে উঠুন , এই কামনা করি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লাখ টাকা দেওয়া হবে।

ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিও। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি লিখেছেন, মুয়ানির ওই দুর্ঘটনার খবর পেয়েছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। যারা আহত হয়েছেন তাদের চিকিত্সার নির্দেশ দিয়েছি জেলা প্রশাসনকে। 

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-চলন্ত বাসেই সন্তানের জন্ম তরুণীর, তারপর সদ্যোজাতককে নিয়ে ভয়ংকর কাণ্ড করলেন মা...

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থালে ছুটে যায় উদ্ধারকারি দল। আহতদের গর্ত থেকে তোলা হয়। অ্যাম্বুল্যন্সে তুলে নিকটর্বর্তী হাসপাতালে পাঠানো। গাড়িটি এতটাই জোরে নীচে পড়েছে যে সেটি তালগোল পাকিয়ে গিয়েছে। যাত্রীদেরও চিনতে সমস্যা হচ্ছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More