নিজস্ব প্রতিবেদন: একেই বলে ভাগ্যের জোর। যমের দুয়ার থেকে ফিরে এলেন কেরলের এক ব্যক্তি। একচুল ফাঁক দিয়ে বেরিয়ে গেল দ্রুত গতির ট্রাক। ঠিক যেন মৃত্যু দেখে ফিরলেন তিনি।
ঘটনাটি কেরলের কোল্লাম জেলার। ২২ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। হঠাৎই পিছন থেকে বেরিয়ে গেল দ্রুত গতির এক গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন ওই ব্যক্তি। হয়তো মৃত্যুর কিনারা থেকে ফিরলেন। তারপর কিছুক্ষণের জন্য কিছুই মেলাতে পারছিলেন না তিনি। এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিলেন। সেই রোমহর্ষক ভিডিয়োই এখন অন্তর্জালে ভাইরাল।
Luckiest man of the month award goes to this man.
— Nisar നിസാർ (@nisarpari) August 22, 2020
Chavara, Kollam District,Kerala. pic.twitter.com/dAGnteQpDe
কেউ কেউ বলছেন, "এই মাসের সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি।" কেউ বলছেন ভাগ্যিস বুঝতে পারেননি গাড়িটা আসছিল। একটু সরলেই তো অঘটন ঘটে যেত। অনেকে আবার রাস্তায় হাঁটার জন্য দোষ দিচ্ছেন সেই ব্যক্তিকেই। তবে ট্রাকের দ্রুত গতিকেই দায়ি করছেন অধিকাংশ নেটিজেন। দোষ কার, সে প্রশ্নে দাড়ি টানলে অঘটন থেকে বেঁচে যাওয়ায় ব্যক্তির ভাগ্যকেই এ যাত্রায় ক্রেডিট দেওয়া যায়।
আরও পড়ুন: আলোচনা ভেস্তে গেলে লাদাখে সামরিক সমাধানের পথও খোলা রয়েছে, সাফ জানালেন CDS রাওয়াত