ওয়েব ডেস্ক: ভিভিআইপি কপ্টার দুর্নীতিতে এবার কি সিবিআই-এর তলব পেতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর এমনই। ডাকা হতে পারেন সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা এবং প্রধানমন্ত্রীর দফতরের একাধিক প্রাক্তন অফিসারকেও।
কপ্টার কেলেঙ্কারিতে ধরা হয়েছে প্রাক্তন বায়ুসেনা প্রধান এস.পি. ত্যাগীকে। আদালতে তাঁর আইনজীবীর দাবি, ত্যাগী একা কপ্টার কেনার সিদ্ধান্ত নেননি। প্রধানমন্ত্রীর দফতরও এই সিদ্ধান্তের একটা অংশ।
এরপরেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তাঁর তত্কালীন প্রিন্সিপাল সেক্রেটারি টিকেএ নায়ার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমকে নারায়ণন, সিবিআই-এর প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা এবং সিবিআই-এর প্রাক্তন বিশেষ ডিরেক্টর সেলিম আলির ভূমিকা খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআই।