ওয়েব ডেস্ক: পি চিদম্বরমের বাড়িতে CBI তল্লাসি। প্রাক্তন অর্থমন্ত্রীর চেন্নাইয়ের বাড়িতে আজ একযোগে হানা দেয় আয়কর দফতরও। মোট ১৬ জায়গায় তল্লাসি চলছে। দু হাজার আটে অর্থের বিনিময়ে INX সংবাদমাধ্যমকে ছাড়পত্র দেওয়া নিয়ে বিতর্কে জড়ান চিদম্বরম। অভিযোগ ওঠে, ছাড়পত্র দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চিদম্বরমের ছেলে কার্তি।
আরও পড়ুন পঞ্জাবে এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ
গতকালই এনিয়ে FIR দায়ের হয়। আর তারপরই তল্লাসি শুরু করে CBI। INX-এর সঙ্গেই যুক্ত ছিলেন পিটার ও ইন্দ্রাণী মুখার্জি। শিনা বোরা হত্যা মামলায় দুজনেই এখন জেল খাটছেন। ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে চিদম্বরমকে। অভিযোগ কংগ্রেসের।
আরও পড়ুন কলার ধরে কুর্সি থেকে নামিয়ে জেলে ঢোকাবেন কেজরিওয়ালকে, হুমকি দিয়েই অজ্ঞান কপিল মিশ্র