Home> দেশ
Advertisement

কয়লা কেলেঙ্কারিতে মনমোহন সিংয়ের বয়ান রেকর্ড করল সিবিআই

কয়লা কেলেঙ্কারিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বয়ান রেকর্ড করল সিবিআই। ওড়িশার কুমার মঙ্গলম বিড়লার সংস্থায় অনিয়মের অভিযোগে মনমোহন সিংয়ের যোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

কয়লা কেলেঙ্কারিতে মনমোহন সিংয়ের বয়ান রেকর্ড করল সিবিআই

ওয়েব ডেস্ক: কয়লা কেলেঙ্কারিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বয়ান রেকর্ড করল সিবিআই। ওড়িশার কুমার মঙ্গলম বিড়লার সংস্থায় অনিয়মের অভিযোগে মনমোহন সিংয়ের যোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বয়ান রেকর্ডের কথা জানালেও কী নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে চায়নি সিবিআই। গত মাসে শীর্ষ আদালতের নির্দেশের পরই মনমোহন সিংয়ের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় সিবিআই। ইউপিএ সরকারের আমলে কয়লা কেলেঙ্কারির ঘটনা ঘটে। এই সময় দেশের কয়লা মন্ত্রী ছিলেন খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিং। সিবিআই তদন্ত বন্ধ করার কথা ভাবলেও শীর্ষ আদালত তদন্ত চালিয়ে যাওয়ার ও আগামী ২৭ জানুয়ারি রিপোর্ট পেশের নির্দেশ দেয়।

গত বছরের জুলাই মাসেই মনমোহন সিংয়ের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় সিবিআই। ২০০৪ সালে ইউপিএ সরকার ক্ষমতায় আসার পর ৫ বছর কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মনমোহন সিং।

 

Read More