জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাক সংঘর্ষে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুর্কিয়ে। এবার ভারতের পালা। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ইন্ডিগোর সঙ্গে টার্কিস এয়ারলাইন্সের চুক্তির সময়সীমা বাড়াতে নাও পারে কেন্দ্র। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে দিল্লি-ইস্তানবুল রুটে তাদের ওয়াইড বডি বিমান চালায় ইন্ডিগো। সেই চুক্তি শেষ হচ্ছে ৩১ মে। কেন্দ্র ওই চুক্তি খতিয়ে দেখছে। খুব সম্ভবত ওই চুক্তি রিনিউ নাও হতে পারে। কারণ ভারত পাক সংঘর্ষ।
টার্কিস এয়ারলাইন্স থেকে ৫০০ সিটের Airbus A330 দিল্লি-ইস্তানবুল রুটে চালায় ইন্ডিগো। টার্কিস এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি অনুযায়ী ইউরোপ ও উত্তর আমেরিকার ৪০ দেশে ইস্তানবুল হয়ে উড়ান চালায় ইন্ডিগো। গত বৃহস্পতিবার ইন্ডিগোর তরফ থেকে বলা হয় ব্যবসায়ীক চুক্তি হিসেবে ও ভারতীয়দের বিদেশের বিভিন্ন গন্তব্য নিয়ে যেতে তারা ওই চুক্তি করেছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারনে নীরিহ পর্যটকদের উপরে গুলি চালায় জঙ্গিরা। তাতেই মৃত্যু হয় ২৬ পর্যটকের। তার পরেই তার পাল্টা হিসেবে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। পাশাপাশি ভারতের বিভিন্ন জায়গাকেও নিশানা করে পাকিস্তান। তারও কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। এরকম এক পরিস্থিতিতে তুর্কিয়ে পাকিস্তানকে শুধু মৌখিক সমর্থনই করেনি, ইসলামাবাদকে সে অস্ত্র দিয়েও সাহায্য় করেছে। পাকিস্তানকে সে ড্রোন পাঠিয়ে সাহায্য করেছিল। এর জেরে তুর্কিয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। আর এই সময়েই ইন্ডিগোর চুক্তি নবীকরণের সময় এসে গিয়েছে। সমস্যা এখানেই।
আরও পড়ুন-দাদার কাছে কু-পরামর্শ নিতে দৌড়? অপারেশন সিঁদুরের জেরে তড়িঘড়ি চিন সফরে পাক বিদেশমন্ত্রী...
আরও পড়ুন-'ব্রাত্য' ভারত, 'বন্ধু' পাকিস্তান! ইউনূসের বাংলাদেশে সিন্ধুপারের নাগরিকরা স্বাগত...
জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে গত বৃহস্পতিবার তুর্কিয়ের গ্রাউন্ড হ্যান্ডেলিং ফার্ম Celebi Airport Services কে বিভিন্ন বিমানবন্দর থেকে সরিয়ে দিয়েছে। মুম্বইয়ের মতো বিমান বন্দরের ৭০ শতাংশ গ্রাউন্ড অপারেশনের কাজ করে তুর্কিয়ের ওই কোম্পানি। এর মধ্যে রয়েছে প্যাসেঞ্জার সার্ভিস, ফ্লাইট অপারেশন, কার্গো অ্যান্ড পোস্টাল সার্ভিস।
এদিকে, আদানি হেয়ারপোর্ট হোল্ডিংসও তুর্কিয়ের কোম্পানি DragonPass-র সঙ্গে চুক্তি বাতিল করেছে। আদানিদের তরফে বলা হয়েছে, DragonPass আমাদের এয়ারপোর্ট লাউঞ্জ দিত। তা বাতিল করা হল। আদানিরা যেসব বিমান বন্দর পরিচালনা করে সেখানে লাউঞ্জ ব্যবহার করতে পারবে না DragonPass।
এদিকে, ভারতীয় পর্যটকদের চাপে এখন দিশেহারা তুর্কিয়ের পর্যটন সংস্থাগুলি। হাজার হাজার ভারতীয় তুর্কিয়ে ও আজারবাইজানে যাওয়ার টিকিট বাতিল করেছে। এর পাশাপাশি ভারতের একাধিক বিশ্ববিদ্যালয় যেমন জেএনইউ, জামিয়া মিলিয়া, মৌলানা আজাদ বিশ্ববিদ্যালয় তুর্কিয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)