Home> দেশ
Advertisement

Nimisha Priya case: ইয়েমেনে ফাঁ_সির মুখে নিমিশা! 'ঘরের মেয়েকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার', সুপ্রিমকোর্টে দাবি কেন্দ্রের...

Supreme Court on Nimisha Priya case: শুনানির সময়, সংস্থার পক্ষ থেকে আদালতের কাছে ইয়েমেনে ভ্রমণের অনুমতি চাওয়া হয়, যাতে তাঁরা মৃত ইয়েমেনি নাগরিকের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করতে পারে। এবার সুপ্রিম কোর্ট দিল বড় নির্দেশ। 

Nimisha Priya case: ইয়েমেনে ফাঁ_সির মুখে নিমিশা! 'ঘরের মেয়েকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর সরকার', সুপ্রিমকোর্টে দাবি কেন্দ্রের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইয়েমেনে (yemen) এক খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরালার নার্স নিমিশা প্রিয়াকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামক এক সংস্থা। এই মামলায় আবেদনকারীরা ভারতের হস্তক্ষেপ চেয়েই আবেদন করেছিল। সেই মামলায় সম্প্রতি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত ওই আবেদনকারী সংস্থাকে ভারত সরকারের কাছে অফিসিয়ালি আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছে। 

আরও পড়ুন- TV Actress: নাসিরুদ্দিন শাহের সহ-অভিনেত্রী সুমি এখন কোথায়? মেয়ের খোঁজে...

শীর্ষ আদালতের বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতা, নির্দেশ দিয়েছে যে আবেদনকারী সংস্থা ভারত সরকারের কাছে গিয়ে তাঁদের আবেদন পেশ করতে পারে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ আগস্ট।

শুনানির সময়, সংস্থার পক্ষ থেকে আদালতের কাছে ইয়েমেনে ভ্রমণের অনুমতি চাওয়া হয়, যাতে তাঁরা মৃত ইয়েমেনি নাগরিকের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করতে পারে। ভারতের অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, "ভারত সরকার চায় প্রিয়া যেন নিরাপদে দেশে ফিরতে পারেন।" বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, “সরকার যা যা সম্ভব সব কিছুই করছে।” আবেদনকারীদের আইনজীবী জানান, “আমাদের আগে ওই পরিবারের কাছ থেকে ক্ষমা পাওয়া জরুরি। এরপর ব্লাড মানি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”

এদিকে, আবেদনকারীরা আদালতকে জানান যে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে। এ তথ্য কিছুটা স্বস্তি দিলেও ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি বলে পরিবার সূত্রে জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা সক্রিয়ভাবে নিমিষা প্রিয়ার পাশে রয়েছি। তাঁর পরিবারের সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। শারিয়া আইনের আওতায় ক্ষমা পাওয়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।"

আরও পড়ুন- Russian Spy in Chandannagar: চন্দননগরের রাশিয়ান 'গুপ্তচর' বউমাকে খুঁজে বের করতেই হবে, সুপ্রিম নির্দেশে...

প্রসঙ্গত, কেরালার নার্স নিমিষা প্রিয়া ইয়েমেনে কর্মরত অবস্থায় এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলাটি নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার ইতোমধ্যে এক মিলিয়ন ডলারের ব্লাড মানি প্রদানের প্রস্তাব দিয়েছে, যাতে মৃতের পরিবার তাঁকে ক্ষমা করে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More