Home> দেশ
Advertisement

Char Dham Yatra: ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বন্ধ হয়ে গিয়েছিল চারধাম যাত্রার হেলিকপ্টার সার্ভিস, এসে গেল বিরাট সুখবর...

Char Dham Yatra Helicopter Service Restored: ৪ ২ মে খুলে গিয়েছিল কেদারনাথের দরজা। বদ্রীর দরজা খোলা হয়েছিল ৪ মে। বিশেষজ্ঞেরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে যুদ্ধ-আবহে তা বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার এ সংক্রান্ত সুখবর এল।

Char Dham Yatra: ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বন্ধ হয়ে গিয়েছিল চারধাম যাত্রার হেলিকপ্টার সার্ভিস, এসে গেল বিরাট সুখবর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেদারবদ্রীর পুণ্যার্থীদের জন্য বিরাট সুখবর। ৯ মে চারধাম যাত্রার (Char Dham Yatra) হেলিকপ্টার সার্ভিস (Char Dham Yatra Helicopter Service) বন্ধ হয়ে গিয়েছিল উত্তরাখণ্ডে (Uttarakhand)। ২৪ ঘণ্টার মধ্যেই সেটা খুলে গেল। ৯ মে সন্ধেবেলা বন্ধ হয়েছিল এই সার্ভিস। ১০ মে দুপুরে তা খুলে গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখনই জানিয়েছিল, ভারত-পাক সংঘর্ষের আবহে এটা সাময়িক বন্ধ থাকছে। 

আরও পড়ুন: India Pakistan War: পরমাণু-অস্ত্র কমিটির জরুরি বৈঠক পাকিস্তানে? মিথ্যাচারী পাকিস্তান কি পরমাণুযুদ্ধের দিকেই যাচ্ছে? NFU কি...

আরও পড়ুন: Baba Vanga Predictions on India Pakistan War: যুদ্ধের অত্যাশ্চর্য ফল! বাবা ভাঙ্গার সঙ্গে মিলে গেল স্বামী যোগেশ্বরানন্দের ভবিষ্যদ্বাণীও! ৩০ মে'র পরেই...

চারধাম যাত্রা

আর সেটাই হল। খুলে গেল চারধাম যাত্রার হেলিকপ্টার সার্ভিস। লক্ষ লক্ষ পুণ্যার্থীর মন আনন্দে উচ্ছল হয়ে গেল। চারধাম যাত্রা প্রায় শুরু হয়েই গিয়েছে। তবে এখনও দলে দলে ভক্তেরা সেখানে পৌঁছতে পারেননি। এর উপর আবার ভারত-পাক যুদ্ধের আবহে বহু পুণ্যার্থীই চারধাম যাত্রা নিয়ে একটু ধন্দে। তবে আজ, শনিবার বিকেলের দিকে সিজফায়ারে সম্মত হয় ভারত-পাকিস্তান দুই দেশ। আর তার পরেই একটা উচ্ছ্বাসের আবহ চারধাম-অভিমুখী যাত্রীদের মনে। 
 
২ মে খুলে গিয়েছিল কেদারনাথ ধামের দরজা। বদ্রীনাথ ধামের দরজা খোলা হয়েছিল ৪ মে। বিশেষজ্ঞেরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল। এর পরে মা বরহি মন্দির, ত্রিযুগীনারায়ণ মন্দির, গৌরমাতা মন্দির, গৌরীকুণ্ড ঘুরে দেখেন তাঁরা।

 তীর্থযাত্রা

প্রসঙ্গত, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ-- চারধাম যাত্রা হিন্দুদের কাছে খুবই জনপ্রিয় তীর্থযাত্রা। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী চারধামে যান। পুণ্যার্থীরা প্রথমে যান যমুনোত্রী, তারপর গঙ্গোত্রী, কেদারনাথে, তার পরে বদ্রীনাথ। এভাবেই চারধামভ্রমণ শেষ হয়। আকাশপথেও এই যাত্রা সম্পূর্ণ করা যায়। হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়। যদিও অধিকাংশ পুণ্যার্থী পায়ে হেঁটেই চারধাম ঘোরেন। প্রতি বছরই হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয় এখানে। যা উত্তরাখণ্ড সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। রাজ্যের অর্থনীতিও এই তীর্থযাত্রার উপর নির্ভর করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More