Home> দেশ
Advertisement

কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু মিজোরামে

মিজোরামে ৪০টি আসনের ১,১৬৪টি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১১,০০০ নিরাপত্তারক্ষী।

কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু মিজোরামে

নিজস্ব প্রতিবেদন : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ দুই রাজ্যে ভোটগ্রহণ। মিজোরামের ৪০টি আসন ও মধ্য প্রদেশের ২৩০টি আসনে আজ ভোটগ্রহণ। কড়া নিরাপত্তায় সকাল সাতটা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে মিজোরামে ব্যাপক পুলিসি আয়োজন করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ ও মায়ানমার সীমান্ত ঘেঁষা হওয়ায় মিজোরামে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। মিজোরামে ৪০টি আসনের ১,১৬৪টি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১১,০০০ নিরাপত্তারক্ষী।

আরও পড়ুন - ভোটের মুখে উলটপুরাণ! নোট বাতিলে আখেরে লাভ হয়েছে চাষিদের জানাল কৃষি মন্ত্রক

ভোট নিয়ে টানটান উত্তেজনা মিজোরামেও। সেখানে মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জোট করেছে বিজেপি। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় ভোটের ময়দানে রয়েছেন ২০৯ জন প্রার্থী। এবার ৩৯টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। যদিও আজ পর্যন্ত এই রাজ্যে কোনও আসন জিততে পারেনি তারা। বিজেপির সামনে উত্তর-পূর্বে তাদের শেষ ঠিকানা ধরে রাখার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে কংগ্রেস।  ভোটগণনা ১১ ডিসেম্বর।  

 

Read More