জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এলাকায় পরিচিতি ছাঙ্গুরবাবা নামে। বিশাল বাড়ি। ২ বিঘে জমির উপরে দাঁড়িয়ে তাঁরা আস্তানা। সেই বিশাল এলাকা ঘিরে ধরল যোগী সরকারের ৮ বুলডোজার। উত্তর প্রদেশের বলরামপুর জেলার মাধপুর গ্রামের সেই বিশাল প্রাসাদ ভেঙে দিল যোগীর পুলিস। অভিযোগ ধর্মীয় কাজকর্মের আড়ালে তিনি ধর্মান্তর করতেন। পাশাপাশি জালালউদ্দিন ওরফে ছাঙ্গুরবাবার ওই প্রাসাদটি ছিল সরকারি জমিতে। খোদ মুখ্যমন্ত্রী ওই প্রাসাদপ্রম ভেঙে ফেলার নির্দেশ দেন।
বেশকিছু দিন ধরেই এই ছাঙ্গুরবাবার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল। অভিযোগ ছিল, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ছাঙ্গুরবাবা হিন্দুদের ধর্মান্তর করছিলেন। শনিবার ছাঙ্গুরবাবা ও তাঁর স্ত্রী নাসরিনকে বলরামপুর থেকে গ্রেফতার করে। তদন্তে বেরিয়ে এসেছে বিদেশ থেকে ১০০ কোটি টাকা তুলেছেন ছাঙ্গুরবাবা। গিয়েছেন ৪০ মুসলিম দেশ। সেই টাকা ধর্মান্তরের কাজে ব্য়বহার করা হয়েছে। বিলাসবহুল ঘর ও শোরুম কিনেছেন। তার আস্তানা থেকে একটি ডাইরি পাওয়া গিয়েছে সেখানে ১০০ জনের নাম পাওয়া গিয়েছে যাদের তিনি ধর্মান্তর করতেন।
সোমবার ছাঙ্গুরবাবার বিরুদ্ধে ৩টি নোটিস জারি করে পুলিস। সেখানে বলা হয় ৭ দিনের মধ্যে তার বেআইনি কাঠামো সরিয়ে ফেলতে হবে। কিন্তু মঙ্গলবার তার বাড়ি ঘিরে ধরে ৮ বুলডোজার। এরপর সম্পূর্ণ ভেঙে ফেলা হয় ছাঙ্গুরবাবার বাড়ি। ওই বাড়ির দাম আনুমানিক ৩ কোটি টাকা। সরকারের দাবি গ্রামসভার জমিতেই গড়ে উঠেছিল ছাঙ্গুরবাবার ওই আস্তানা।
আরও পড়ুন-এলাকার একশো মহিলার সঙ্গে.... কার্তিককে খুঁজছিল পুলিস, অবশেষে...
ওই আস্তানা ভেঙে ফেলার পর সোশ্যাল মিডিয়ায় যোগী আদিত্যনাথ লেখেন, রাজ্যের মা-বোনদের সম্মানরক্ষায় বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রাথমিক তদন্তে উঠে এসেছে জালালউদ্দিনের কাজ শুধু অসামাজিক নয়, দেশ বিরোধীও। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কোনও আপোস করবে না। অভিযুক্ত ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)