জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:
রোগসৃষ্টিকারী জীবাণু মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগে চিনা মহিলা এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। দুই চিনা নাগরিকের বিরুদ্ধে, গবেষণার জন্য একটি বিপজ্জনক জৈবিক রোগের জীবাণু মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ আনা হয়েছে। সূত্রমারফত জানা গিয়েছে, এই রোগসৃষ্টিকারী জীবাণুটি কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা ছিল।
আরও পড়ুন: Memari Shocker: 'চরম কষ্ট দিতে চেয়েছি, তাই ঘুম থেকে তুলে বাবা-মায়ের গলা কেটেছি!', হুমায়ুন কি সাইকো?
রোগসৃষ্টিকারী জীবাণুটিকে ফুসারিয়াম গ্রামিনিয়ারাম হিসাবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে যে বৈজ্ঞানিক গবেষণায় এটিকে সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদের অস্ত্র হিসেবে বলা হয়েছে। এই ছত্রাক ফসলে 'মাথায় পচন' সৃষ্টি করতে পারে এবং প্রতি বছর বিলিয়ন ডলারের বিশাল অর্থনৈতিক ক্ষতির জন্য দায়ী।
ফুসারিয়াম গ্রামিনিয়ারামের বিষাক্ত পদার্থ মানুষ ও গবাদি পশুর মধ্যে বমি, লিভারের ক্ষতি এবং প্রজনন ত্রুটির কারণও হয়।
এফবিআই-এর একটি অভিযোগ অনুসারে, বর্তমানে চিনে বসবাসকারী ৩৪ বছর বয়সী গবেষক জুনিয়ং লিউ ২০২৪ সালের জুলাই মাসে তার বান্ধবী, ৩৩ বছর বয়সী ইউনকিং জিয়ানের সাথে দেখা করার সময় ছত্রাকটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন। লিউ স্বীকার করেছেন যে তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষাগারে গবেষণা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রোগজীবাণু পাচার করেছিলেন যেখানে তার বান্ধবী কাজ করতেন। দুজনের মধ্যে ইমেল এবং টেলিফোনে যোগাযোগ তাদের বক্তব্য নিশ্চিত করেছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাচার, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
চিনে এই রোগজীবাণু নিয়ে কাজ করার জন্য জিয়ান চিনা সরকার তহবিলও পেয়েছিলেন। তার ইলেকট্রনিক ডিভাইসে চিনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
এফবিআই ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট শেভোরিয়া গিবসন বলেছেন যে এই দম্পতির কর্মকাণ্ড 'জননিরাপত্তার জন্য একটি আসন্ন হুমকি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)