জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলেঙ্গানা সফরে গিয়ে বিপাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সংক্রমণজনিত সমস্য়ার কারণে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সাড়া দিচ্ছেন বিচারপতি। তবে কী ধরনের সংক্রমণে ভুগছেন? সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
আরও পড়ুন: Indian Citizenship Proof: আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি
নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ১২ জুলাই হায়দরাবাদে ছিলেন দেশের প্রধান বিচারপতি। সেদিনই আবার হায়দরাবাদে “বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর-গণপরিষদ-ভারতের সংবিধান” শীর্ষক একটি বিশেষ ডাক খাম এবং “ভারতের সংবিধানে শিল্প ও ক্যালিগ্রাফি” শীর্ষক ছবির পোস্টকার্ডের একটি সেট প্রকাশ করেন তিনি। এরপরই হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি দিল্লিতে এনে একটি হাসপাতালে ভর্তি করা হয় বিচারপতি গাভাই-কে।
হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সায় সাড়া দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দু'চারদিনের মধ্য়ে হাসপাতালে থেকে ছাড়া পাবেন তিনি। তারপর ফের কাজে যোগ দেবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)