Home> দেশ
Advertisement

এবার শতাব্দী এক্সপ্রেসের খাবারে মিলল আরশোলা!

ফের ট্রেনের খাবারে আরশোলা। এবার শতাব্দী এক্সপ্রেসের খাবারে মিলল আরশোলা। এমনই অভিযোগ তুলেছেন ডাউন নিউ জলপাইগুড়ি- হাওড়া  শতাব্দীর যাত্রীদের। অভিযোগ দুপুরের খাবারের প্যাকেট খুলতেই তার মধ্যে একটি মরা আরশোলা দেখতে পান এক যাত্রী। বিষয়টি সামনে আসতেই বোলপুর স্টেশনে বিক্ষোভ দেখান শতাব্দীর যাত্রীরা। যদিও এই বিক্ষোভের জেরে আটকে থাকেনি শতাব্দী এক্সপ্রেস। নির্ধারিত পাঁচ মিনিট স্টপ দিয়েই বোলপুর স্টেশন ছাড়ে ট্রেনটি। পূর্ব রেল সূত্রে অবশ্য এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

 এবার শতাব্দী এক্সপ্রেসের খাবারে মিলল আরশোলা!

ওয়েব ডেস্ক: ফের ট্রেনের খাবারে আরশোলা। এবার শতাব্দী এক্সপ্রেসের খাবারে মিলল আরশোলা। এমনই অভিযোগ তুলেছেন ডাউন নিউ জলপাইগুড়ি- হাওড়া  শতাব্দীর যাত্রীদের। অভিযোগ দুপুরের খাবারের প্যাকেট খুলতেই তার মধ্যে একটি মরা আরশোলা দেখতে পান এক যাত্রী। বিষয়টি সামনে আসতেই বোলপুর স্টেশনে বিক্ষোভ দেখান শতাব্দীর যাত্রীরা। যদিও এই বিক্ষোভের জেরে আটকে থাকেনি শতাব্দী এক্সপ্রেস। নির্ধারিত পাঁচ মিনিট স্টপ দিয়েই বোলপুর স্টেশন ছাড়ে ট্রেনটি। পূর্ব রেল সূত্রে অবশ্য এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Read More