Home> দেশ
Advertisement

মহিলা কনস্টেবলকে চড় কংগ্রেস বিধায়কের, খেলেন পালটা

পুলিস কর্মীকে চড় মেরে পাল্টা চড় খেলেন হিমাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক আশা কুমারী। 

মহিলা কনস্টেবলকে চড় কংগ্রেস বিধায়কের, খেলেন পালটা

নিজস্ব প্রতিবেদন: মহিলা কনস্টেবলকে চড় মারলেন হিমাচলপ্রদেশ কংগ্রেসের বিধায়ক আশা কুমারী। পাল্টা বিধায়ককে চড় কষালেন ওই মহিলা কনস্টেবল। সিমলার ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বৈঠকে ঢোকার চেষ্টা করছিলেন ওই বিধায়ক। তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সদ্য হিমাচলপ্রদেশের ভোটে ডালহৌসি আসন থেকে জিতেছেন আশা কুমারী। 

আরও পড়ুন- 'ইসলাম সঙ্কটে'-বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতে জবাব দিলেন এমজে আকবর

শুক্রবার হিমাচলপ্রদেশের ফল নিয়ে আলোচনা বৈঠকে বসে কংগ্রেস। সেখানে হাজির ছিলেন রাহুল গান্ধীও। সেই সভার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়ল কংগ্রেসের।   

Read More