Home> দেশ
Advertisement

বিধানসভা নির্বাচনে অখিলেশের নেতৃত্বে লড়বে কংগ্রেস-সপা জোট

অখিলেশ যাদব সাইকেলের মালিক হওয়ায় কংগ্রেস-সপা জোটে আর কোনও বাধা রইল না। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি, দুই দলের নির্বাচনী সমঝোতা হচ্ছে বলে আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

বিধানসভা নির্বাচনে অখিলেশের নেতৃত্বে লড়বে কংগ্রেস-সপা জোট

ওয়েব ডেস্ক : অখিলেশ যাদব সাইকেলের মালিক হওয়ায় কংগ্রেস-সপা জোটে আর কোনও বাধা রইল না। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি, দুই দলের নির্বাচনী সমঝোতা হচ্ছে বলে আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

গুলাম নবি আজাদ বলেন,  আগামী নির্বাচনে অখিলেশের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে লড়াই করবে কংগ্রেস-সপা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসন সমঝোতার বিষয়ে কথা হবে বলে জানান আজাদ।

আরও পড়ুন, দলের নাম, প্রতীক, পদ, একসঙ্গে সব পেয়ে গেলেন অখিলেশ যাদব

দঙ্গল জিতলেন অখিলেশ, সাইকেলে সওয়ার টিপু

Read More