Home> দেশ
Advertisement

Odisha Shocker: উনিশের তরুণীকে মাদক খাইয়ে বিকৃত যৌনা*চার! ফের ছাত্রনেতার চূড়ান্ত বর্বরতা...

Odisha Crime: বালাসোর, পুরী কাণ্ডের আবহেই ফের উত্তপ্ত ওড়িশা। ১৯ বছরের ছাত্রীকে হোটেলে ডেকে নেশাগ্রস্ত করে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ইতোমধ্যেই গ্রেফতার কংগ্রেস ছাত্রনেতা।

Odisha Shocker: উনিশের তরুণীকে মাদক খাইয়ে বিকৃত যৌনা*চার! ফের ছাত্রনেতার চূড়ান্ত বর্বরতা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বালাসোরে কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে ক্যাম্পাসের মধ্যেই গায়ে আগুন দেয় এক ছাত্রী। এই কাণ্ডের পর তোলপাড় গোটা ওড়িশা। এই আবহেই প্রকাশ্যে ছাত্রনেতার চূড়ান্ত বর্বরতা। ১৯ বছরের ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ ওঠে NSUI-সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতারির পর কয়েক ঘণ্টা পরেই তাকে NSUI প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়। 

আরও পড়ুন:Mamata Banerjee: 'এবার বৃষ্টি হল না! সূর্যদেব বলছেন... চোখ দিয়ে জল নয়, আগুন বেরোবে'

নির্যাতিতা ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ার কলেজের ছাত্রী। তার অভিযোগ দায়ের করার পর উদিতকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার অভিযোগ, ১৮ মার্চ তিনি ভুবনেশ্বরের মাস্টার ক্যান্টিন চকে তার দুই বন্ধুর সঙ্গে দেখা হয়। তিনি তাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তখনই তাদের সঙ্গে দেখা হয় উদিতের। সে নিজেকে এনএসইউআই-এর ওড়িশা শাখার সভাপতি বলে পরিচয় দেয়।

নির্যাতিতা বলেন, 'সে আমার পাশে বসেছিল এবং আমাকে অশালীনভাবে স্পর্শ করছিল। এরপর তারা আমাকে একটি হোটেলে নিয়ে যায়, একটি রুমে ওঠে এবং মদ্যপান শুরু করে। আমি মদ খাই না, তাই আমি না করে দিই। উদিত প্রধান আমাকে একটি ঠান্ডা পানীয় দেয়। আমি সেটা খাওয়ার পর মাথা ঘুরতে শুরু করে এবং আমি তাদের বলি আমাকে বাড়ি ছেড়ে দিতে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।'

নির্যাতিতাকে মাদকাসক্ত করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সোমবার বিকেলে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে রয়েছে ধারা ৬৪(১), ১২৩, ২৯৬, ৭৪, এবং ৩৫১(২)। একজন সিনিয়র পুলিস কর্মকর্তা জানিয়েছেন, নির্যাতিতা ছাত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাঞ্চেশ্বর থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয় এবং রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিস আরও জানান, অভিযোগপত্রে নির্যাতিতা জানিয়েছেন অভিযুক্ত উদিত তাকে ঘটনা যাতে প্রকাশ্যে আনে, তার জন্য তাকে ভয়াবহ পরিণতির হুমকি দেয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগসহ BNS-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন:Mamata Banerjee: 'জগন্নাথ ধাম করে দেখিয়েছি, এবার দুর্গা অঙ্গন তৈরি করব'! একুশের মঞ্চে ঘোষণা মমতার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More