নিজস্ব প্রতিবেদন: কোভিড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ডাকা সর্বদল বৈঠকে থাকছে না কংগ্রেস ও শিরোমণি অকালি দল। মঙ্গলবার দুই কক্ষের সাংসদের নিয়ে বৈঠক করতে চলেছেন মোদী। বাদল অধিবেশন চলাকালীন কেন কক্ষের বাইরে আলোচনা করা হচ্ছে, এনিয়ে আপত্তি তুলেছে বিরোধী দলগুলি।
সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী শনিবার জানিয়েছিলেন, অতিমারি নিয়ে সব দলের সাংসদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী (PM Modi)। ওই বৈঠকে যাচ্ছে না কংগ্রেস (Congress)। তাদের বক্তব্য, আগে অধিবেশন কক্ষে আলোচনা হোক। প্রধানমন্ত্রীর বৈঠকে গরহাজিরা 'বয়কট' বলে স্বীকার করেননি রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়,'কোভিড নিয়ে উপস্থাপনা করতে চাইলে সংসদের সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের পৃথকভাবে করতে পারতেন প্রধানমন্ত্রী। লোকসভা ও রাজ্যসভাতেই কোভিড নিয়ে আলোচনা করা উচিত সাংসদদের।'
কৃষি আইনের প্রতিবাদে প্রধানমন্ত্রী ডাকা বৈঠক বয়কট করছে শিরোমণি অকালি দল। দলের প্রধান সুখবীর সিং বদল বলেন,'কোভিড-১৯ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অকালি দল। কৃষক ইস্যুতে বৈঠক ডাকা হলেই আমরা অংশ নেব।' বলে রাখি, কৃষি আইনের বিরোধিতায় গতবছর বিজেপির সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করেছিল অকালি।
অধিবেশন কক্ষ এড়িয়ে এভাবে কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকের সমালোচনা করেছে তৃণমূল (TMC) এবং সিপিএম-ও (CPM)। দলের মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) টুইটারে লেখেন,'আমরা চাই প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি দিন। প্রধানমন্ত্রীকে সংসদের ভিতরে শুনতে চাই। দয়া করে কনফারেন্স হল বুক করবেন না।'
#Parliament
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 19, 2021
Constructive Oppn prevails.
At all-party meet Parl Min announced ‘PM would make presentation on #COVID19 in a conference room’.
We insisted any statement by PM must be inside Parliament. Now been informed HEALTH SECY TO ADDRESS MEET in ‘august presence of PM’.Ok
Dear Prime Minister, Sir.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 19, 2021
We so want to see you in #Parliament
We so want to hear you in both Houses.
Tell us about key issues #COVID19 #PriceHike #FarmersProtest #economy #federalism & more.
Please don’t book conference halls in the neighbourhood. Parliament is supreme
একই সুরে আপত্তি করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর কথায়,'যে কোনও ধরনের উপস্থাপনা বা আলোচনা অধিবেশন কক্ষের মধ্যে করা উচিত সরকারের।'
আরও পড়ুন- নিজেরা পড়তির দিকে, অথচ আমাদের নিয়ে উদ্বেগ করছে কংগ্রেস: PM Modi