জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলিস কনস্টেবলের স্ত্রীর চরম সিদ্ধান্ত। রবিবার সৌম্যা কাশ্যপকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। চরম সিদ্ধান্ত নেওয়ার আগে সৌম্যা ইনস্টাগ্রামে বিস্ফোরক ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেন।
আরও পড়ুন:Child Bites Snake: কলিযুগের 'কৃষ্ণ বনাম কালিয়া'! দুবছরের গোবিন্দের কামড়ে মরল কোবরা...
ভিডিয়োতে সৌম্যা শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। এবং তিনি বলেন যে তারা শ্বশুরবাড়ির লোকেরা চাইত যে, তার স্বামী অনুরাগ যেন দ্বিতীয় বিয়ে করে ফেলেন। যিনি বকশি কা তালাব পুলিস স্টেশনের ঈগল মোবাইল ইউনিটে কর্মরত কনস্টেবল। এমনকী সৌম্যা আরও জানান যে, তার দেওর তার খুন করার হুমকি পর্যন্ত দিত।
সৌম্যার শেষ ভিডিয়ো:
সোশ্যাল মিডিয়ায় সৌম্যার এই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিস অ্যালার্ট হয়। সৌম্যার বাপের বাড়ির মেইনপুরিতে। তাদেরকে পুলিস ঘটনারখবর দেয়। এবং তারা এখন লখনউয়ের পথে। পুলিস জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে মামলা রুজু করা হবে। এদিকে, ঘটনার তদন্ত চলছে।
Shocking! UP Cop’s Wife Dies by Suicide After Emotional Video
— (@Delhiite_) July 27, 2025
Lucknow: Soumya Kashyap, wife of constable Anurag Singh, died by suicide.
She posted a crying video blaming husband & in-laws for abuse and dowry torture. She showed her wounds, said husband threatened her:… pic.twitter.com/ripREYqDOQ
প্রসঙ্গত, অন্যদিকে মুম্বইয়ে ৪৪ বছর বয়সী রেনু খাতরে নামে এক মহিলাকে রবিবার মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রেনুও আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তের অনুমান। রেনুর স্বামী বাপু কাতরে মহারাষ্ট্রের হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির (এমএইচএডিএ) একজন সাব-রেজিস্ট্রার।
আরও পড়ুন:Bankura Horror: ঘুমন্ত অবস্থায় একরত্তিকে বালিশ চাপা দিয়ে খু*ন 'গুণধর' বাবার! মা জানত সবই...
পুলিস সূত্রে জানা যায়, রেনুকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে অশান্তি এবং মূলত আর্থিক বিষয় নিয়ে ঝগড়ার জেরেই তিনি এই চরম পদক্ষেপ নেন। তার পরিবারের দাবি, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। তারপরেই তিনি এই সাংঘাতিক পদক্ষেপ নিয়ে বাধ্য় হন।
যদিও রেনুর ভাই অ্যাডভোকেট নীতিন শেওয়াল তার আত্মহত্যার দাবির বিরোধিতা করেছেন। অভিযোগ করেছেন যে তার বোনকে খুন করা হয়েছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)