Home> দেশ
Advertisement

অর্ধনগ্ন অবস্থায় হাততালি দিয়ে যাও! এটাই শাস্তি

অর্ধনগ্ন অবস্থায় হাততালি দিয়ে যাও! এটাই শাস্তি

নিজস্ব প্রতিবেদন : পুলিসি শাস্তির ভয়ঙ্কর নিদর্শন! খালি গায়ে দাঁড়িয়ে আছে তিনজন। পরনে অন্তর্বাস ছাড়া আর কিছুই নেই। সেই অবস্থাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে যাচ্ছেন ওই তিন ব্যক্তি। গোটা বিষয়টি পরিচালনা করছেন এক পুলিস অফিসার। ক্যামেরায় ধরা পড়েছে এমনই ছবি।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরমের তানুর থানায়। অভিযোগ, ওই তিনি ব্যক্তি এলাকায় ঝামেলায় জড়িয়ে পড়েন। আর তাই তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়। শাস্তি দিতে এরপরই তাঁদের অর্ধনগ্ন করা হয়। শুরু হয় হাততালি পর্ব। দেখুন সেই ফুটেজ- 

আরও পড়ুন,  'প্রধানমন্ত্রীর দফতরের' ভুয়ো আধিকারিক! ছোট্ট ভুলে ধরা পড়লেন কানহাইয়া কুমার

Read More