Home> দেশ
Advertisement

Ahmedabad horror: হেলমেট দিয়ে মা*র পুলিসকর্মীর, পালটা দোলনার লাঠি খুলে পি*টিয়ে খু*ন বউয়ের! তারপর নিজেই... সাক্ষী ৯ বছরের ছেলে...

Ahmedabad: স্বামী প্রথমে হেলমেট দিয়ে স্ত্রীকে মারে। তারপর সেই রাগে দোলনার পা দিয়ে পালটা স্বামীর মাথা ফাটিয়ে দেয় স্ত্রী। আর তাতেই মৃত্যু হয় স্বামীর। সেই অন্যায় বোধে স্বামীকে মারার পর নিজে আত্মহত্যা করেন স্ত্রী।

Ahmedabad horror: হেলমেট দিয়ে মা*র পুলিসকর্মীর, পালটা দোলনার লাঠি খুলে পি*টিয়ে খু*ন বউয়ের! তারপর নিজেই... সাক্ষী ৯ বছরের ছেলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সামান্য পারিবারিক ঝগড়া মুহূর্তের মধ্যে পালটে গেল ভয়ংকর ট্র্যাজেডিতে। ট্রাফিক পুলিস কনস্টেবল স্ত্রীর হাড়হিম কাণ্ড। জানা গিয়েছে, ঝগড়ায় দোলনার ভাঙা পা দিয়ে পুলিস স্বামীকে পিটিয়ে খুন করে স্ত্রী। তারপর নিজে আত্মহত্যা করে মারা যায়।

আরও পড়ুন:Rupali Ganguly: 'আমরা কোভিডের সময় ১২ ঘণ্টা কাজ করেছি, আমাদের স্বীকৃতি কোথায়...', জাতীয় পুরস্কার নিয়ে বড় দাবি রুপালীর...

দম্পতির নয় বছর বয়সী ছেলে, এই গোটা ঘটনার একমাত্র সাক্ষী। সেই সময় সাহায্যের জন্য সে প্রতিবেশীদের কাছে ছুটে যায়। পুলিস ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (FSL) বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

মৃতদের শনাক্ত করেছে পুলিস জানিয়েছে, নিহত ব্যক্তি মুকেশ পরমার, যিনি জাসদান এলাকার বাসিন্দা। এবং সোলার এ ডিভিশন ট্রাফিক পুলিস স্টেশনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এবং তার স্ত্রী সঙ্গীতা- দুজনেই তিরিশের কাছাকাছি বয়সী। পুলিস সঙ্গীতার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।

ডানিলিমদার ইনস্পেক্টর জি জে রাওয়াত জানিয়েছেন যে, এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত। সম্প্রতি তাদের মধ্যে ঝগড়ার পরিমাণ অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আরও জানা গিয়েছে, মুকেশ তাঁর এক মহিলা সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। যার কারণে তিনি কয়েকদিন ধরে বাড়ি ফিরতেন না।

আরও পড়ুন:Wife killed husband: স্বামী নিখোঁজ, থানায় অভিযোগ স্ত্রীর! ছেলের বয়ানেই গল্পই ঘুরে গেল...

কর্মকর্তারা মন করছেন, ঘটনার দিন ঝগড়া চরমে ওঠে। মুকেশ ডিউটি থেকে ফিরে ইউনিফর্ম পরা অবস্থায় হেলমেট দিয়ে সঙ্গীতার মাথায় মারে। সেই রাগে সঙ্গীতা পালটা মুকেশের মাথায় দোলনার পা দিয়ে আঘাত করে। আঘাতের ফলে মুকেশের অতিরিক্ত রক্তপাত শুরু হয়। সাড়া না দেওয়ায় সঙ্গীতা মুকেশের মাথায় কাপড় দিয়ে চেপে ধরে। কিন্তু ততক্ষণে তিনি মারা যান। স্বামীর খুনের অন্যায় বোধে সঙ্গীতা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন।

পুলিস সঙ্গীতার লেখা প্রায় দেড় পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করে। যা তার স্বামীর মৃত্যুর পর বলেই মনে হচ্ছে। তাতে তিনি পারিবারিক কলহকে হত্যা-আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিস জানান, যদিও এটি গুজরাটি ভাষায় লেখা, তবে এটি বোঝা কঠিন ছিল। নোটটি FSL-এ পাঠানো হয়েছে।

এসিপি (কে ডিভিশন) ওয়াইএ গোহিল বলেন, দম্পতির নয় বছর বয়সী ছেলে ঘটনার সময় ওখানেই ছিল। সাহায্য়ের জন্য সে প্রতিবেশীদের কাছে ছুটে যায়। তারা পুলিসকে খবর দেয়।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More