Home> দেশ
Advertisement

Corona Update: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখাাও বেড়ে আড়াই লাখ ছুঁইছুঁই

দেশের করোনা পরিস্থিতি রোজই উদ্বেগের মাত্রা ছাড়াচ্ছে।

Corona Update: দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখাাও বেড়ে আড়াই লাখ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদন: দেশের করোনা পরিস্থিতি রোজই উদ্বেগের মাত্রা ছাড়াচ্ছে। গত তিন দিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ দু’লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিনই তা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। শুক্রবারের তুলনায় সংখ্যাটা  আরও প্রায় ১৭ হাজার বেশি। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা ১৩৪১ জনের। একদিনে মৃত্যুর নিরিখে যা গত একবছেরের করোনা পর্বে সবথেকে বেশি। 

আরও পড়ুন: Vaccine নেওয়ার পরেও কেন করোনা সংক্রমণ? কী মেনে চলবেন?

গত বছর ১৬ সেপ্টেম্বর মারা গিয়েছিলেন ১ হাজার ২৯০ জন। এই সংখ্যাই এতদিন সর্বোচ্চ ছিল। করোনার দ্বিতীয় ভয়াল ঢেউয়ে শনিবার পার হয়ে গেল সেই সংখ্যাও।
করোনাতে দেশে এখনও অবধি মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯ জনের। কিন্তু গত ১৫ দিনে দৈনিক মৃত্যুর  সংখ্যা হুড়হুড় করে বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময়েও দেশে দৈনিক মৃত্যু হচ্ছিল ১০০ থেকে ২০০-র মধ্যে। এপ্রিলের প্রথমসপ্তাহেও সংখ্যাটাও ছিল ৫০০-র কম। শনিবার সেই সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেল।

Read More