Home> দেশ
Advertisement

Covid 19: জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে দেশে ফের করোনায় মৃত্যু? আবার কি লকডাউন? বিশেষজ্ঞরা বলছেন...

Covid Death in Mumbai:  ২ রোগীর মৃত্যুর পর সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল ও প্রশাসনের তরফে। দেশে নতুন করে ৫৮ জনের করোনা আক্রান্তের (Coronavirus) খবর মিলেছে। 

Covid 19: জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে দেশে ফের করোনায় মৃত্যু? আবার কি লকডাউন? বিশেষজ্ঞরা বলছেন...

Covid Death: ক্রমশ চওড়া হচ্ছে করোনার (Corona) থাবা? ফের কি বিপদ বাড়ছে? এহেন উদ্বেগের পিছনে কারণ একটাই। কারণ, দেশে ফের ২ করোনা আক্রান্তের (Coronavirus) মৃত্যু! জানা যাচ্ছে, মুম্বইয়ের কেইএম হাসপাতালে ২  সন্দেজভাজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যাদের শরীরে জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গগুলি ছিল। হাসপাতাল সূত্রে এখবর মিলেছে। 

সন্দেজভাজন করোনা আক্রান্তের মৃত্যু!
হাসপাতালের তরফে জানা গিয়েছে,  ২  সন্দেজভাজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে (Suspected Covid Death in Mumbai)। তবে তাঁদের কো-মরবিডিটিও ছিল। মৃতদের মধ্যে একজন ৫৮ বছর বয়সী মহিলা। তিনি ক্যানসারেও আক্রান্ত ছিলেন। আরেকজন ১৩ বছর বয়সী এক কিশোরী। তার কিডনির সমস্যা ছিল। তাই চিকিৎসক বিশেষজ্ঞদের মতে, ওই ২ সন্দেহভাজন করোনা আক্রান্তের শুধু কোভিডের কারণে মৃত্যু হয়েছে এমনটা বলা ঠিক নয়। কারণ তাঁদের অন্য জটিল শারীরিক সমস্যা ছিল। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই আরও নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ সম্পর্কে। তবে ২ রোগীর মৃত্যুর পর সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল ও প্রশাসনের তরফে। 

এশিয়ার দেশগুলোতে করোনা আতঙ্ক! 
প্রসঙ্গত, এশিয়ার দেশগুলিতে হঠাৎ করেই করোনার আতঙ্ক বেড়ে গিয়েছে। যার পিছনে রয়েছে হংকং এবং সিঙ্গাপুরে করোনার নতুন স্ট্রেইন। যারফলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে করোনা রোগীর সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

ভারতেও করোনার সংক্রমণ!
গত ২ সপ্তাহে, ভারতেও ফের নতুন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে দেশে নতুন করে ৫৮ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে। ফলে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। যারফলে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। 

আরও পড়ুন, Hemorrhagic Pancreatitis: হেমারেজিক প্যানক্রিয়াটাইটিসে ২৫-এই মৃত্যু প্রীতমের! কী এই ভয়ংকর রোগ? কী তার উপসর্গ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More