Home> দেশ
Advertisement

SSC Recruitment Case: রাজনীতি অন্য জায়গায় করুন, মমতার বিরুদ্ধে মামলা করায় আইনজীবীকে সুপ্রিম তোপ

SSC Recruitment Case: ওই মামলায় আত্মদীপের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আপনি কি নিশ্চিত যে আপনি অনুমতি পাবেন? তাহলে এখনই এই মামলাটি খারিজ করে দিই না কেন?

SSC Recruitment Case: রাজনীতি অন্য জায়গায় করুন, মমতার বিরুদ্ধে মামলা করায় আইনজীবীকে সুপ্রিম তোপ

রাজীব চক্রবর্তী: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযাগে মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় সর্বোচ্চ আদালতে ধমক খেলেন মামলাকারীর আইনজীবী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবেই বলেন, রাজনীতির লড়াই করার জায়গা আদালত নয়। অন্য কোথায় করুন। 

কী অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?  আদালতের নির্দেশ ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এনিয়ে মামলা ওঠে আদালতে। অভিযোগ, ওই রায়ের পর বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে 'আত্মদীপ' নামে একটি সংগঠন। ওই মামলায় অভিযোগকারীর পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিং। তিনি জানান, অ্যাটর্নি জেনারেলের সম্মতি জন্য আবেদন করা হয়েছে।

ওই মামলায় আত্মদীপের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আপনি কি নিশ্চিত যে আপনি অনুমতি পাবেন? তাহলে এখনই এই মামলাটি খারিজ করে দিই না কেন? রাজনৈতিক লড়াইয়ের জায়গা আদালতের ভিতরে নয়। আপনাদের রাজনৈতিক লড়াই অন্য কোথাও করুন।

আরও পড়ুন-একুশের প্রস্তুতি, ধর্মতলায় তদারকিতে মমতা...

আরও পড়ুন-২১ জুলাইয়ে নেই যানজট, কলকাতা পুলিসের প্রশংসায় হাইকোর্ট...

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ এপ্রিল রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অভিযোগ ওঠে ওই রায়ের পর মুখ্য়মন্ত্রী আদালত অবমাননাকর মন্তব্য করেন। এনিয়ে মামলা হয়। সুপ্রিম কোর্টে সেই মামলা দায়ের হয় ২৪ এপ্রিল। গতি শনিবার ওই মামলার নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। সেই মামলায় আজ শুনানি হয়। মামলাটি চার সপ্তাহ পর ফের তালিকাভূক্ত হবে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More