ওয়েব ডেস্ক: জয়ললিতার শূন্য সিংহাসনে বসবেন কে? পুরোটাই অনিশ্চিত। দলের ১২৯ জন বিধায়ক তাঁর সঙ্গে। রবিবারও এমন দাবি করেছেন ভি কে শশীকলা। চেন্নাইয়ের কাছে কুভাথুর রিসর্টে এআইডিএমকের বিধায়করা রয়েছেন। শশীকলা বিরোধী শিবিরের দাবি, তাঁদের আটকে রাখা হয়েছে।
অন্যদিকে, তামিলনাড়ুর কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ও. পনিরসেলভমের শিবিরেও সমর্থন বাড়ছে। দলের সিংহভাগ সমর্থক তাঁর পক্ষে। সঙ্গে রয়েছেন সাত বিধায়ক। রবিবারই পনির সেলভম ক্যাম্পে যোগ দিয়েছেন ৬ এআইডিএমকে সাংসদ। সরকার গঠনের দাবি জানিয়েছে দুপক্ষই।
বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্তে পৌছননি রাজ্যপাল। এ নিয়ে রাজ্যপালের ওপর চাপ বাড়িয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। অবিলম্বে কোনও এক পক্ষকে সরকার গড়তে ডাকতে হবে, দাবি তাঁর। নাহলে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্বামী।