জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোথাও গাড়িঘোড় ভাঙচুর, কোথাও দোকান, কোথাও আবার স্কুলবাসে হামলা চালিয়েছে কাঁওয়ার যাত্রীরা। এবার রেল স্টেশনে এক সিআরপিএফ জওয়ানকে বেধড়ক পেটাল পুণ্যার্থী কাঁওয়ার যাত্রীরা। তারা ওই সিআরপিএফ জওয়ানকে মাটিতে ফেলে লাথি ঘুঁসি চালায়। এমনই এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মির্জাপুর স্টেশনে।
শনিবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুর স্টেশনে ব্রহ্মপুত্র মেল ধরার জন্য অপেক্ষা করছিলেন একদল সিআরপিএফ জওয়ান। সেইসময় তারা কয়েকজন কাঁওয়ারযাত্রীর সঙ্গে টিকিট কাটা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। তারপরই শুরু হয়ে যার মারামারি।
সমাজমাধ্য়মে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক সিআরপিএফ জওয়ানকে ঘিরে ধরেছে বেশ কয়েকজন কাঁওয়ারি। এদের একজন ওই সিআরপিএফ জওয়ানকে মারার চেষ্টা করছে। আর জওয়ান তা বাধা দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যেই বেশ কয়েকজন কাঁওয়ারি ঝাঁপিয়ে পড়ে ওই জওয়ানের উপরে। তারা ওই জওয়ানেক মাটিতে ফেলে দেয়। এরপর চলতে থাকে ঘুঁসি, লাথি।
আরও পড়ুন-দীর্ঘদিন দেখা নেই অভিনেত্রীর! বাড়ির দরজা ভেঙে উদ্ধার পচাগলা দেহ, ময়নাতদন্তে...
আরও পড়ুন-শ্যুটিঙে মারাত্মক চোট শাহরুখের! খবর পেয়েই উদ্বিগ্ন মমতা...
ওই মারধরের পর কাঁওয়ারিরা চলে যায়। এরপর স্টেশনের একজনের সাহায্য উঠে দাঁড়ান ওই জওয়ান। এরপরই তিনি কাঁওয়ারযাত্রীদের দিকে এগিয়ে যান। তখনই এক কাঁওয়াযাত্রী তাকে থাপ্পড় মারেন। পাল্টা কাঁওয়ার যাত্রীদের মারতে উদ্ধত হন। তারপরই কাঁওয়ারিরা তার ফের পেটাতে শুরু করে। জাওয়ানকে বাঁচাতে এগিয়ে আসেন।
এনিয়ে আরপিএফের ইন্সপেক্টর চমন সিং চৌহান বলেন, ওই সংঘর্ষের ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। আজ সকাল সাড়ে নটা নাগাদ সিআরপিএফ জওয়ানরা ব্রহ্মপুত্র মেল ধরার জন্য অপেক্ষা করছিলেন সেইসময় লাল পোশাক পরা কিছু লোকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। আমরা ওই ঘটনায় ৭ জনকে আটক করেছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)