ওয়েব ডেস্ক : ৭৯ দিন পর অবশেষে কার্ফু উঠল কাশ্মীর উপত্যকার প্রতিটি অঞ্চল থেকে। ইতিমধ্যেই সেখানে হিংসার বলি হয়েছেন ৮২ জন মানুষ। তাদের মধ্যে ২ জন পুলিসকর্মীও রয়েছেন।
৮ জুলাই কাশ্মীরে হিজবুল মুজাহেদিন নেতা বুরান ওয়ানির পুলিসি অভিযানে মৃত্যুর পরই উত্তাল হয়ে ওঠে উপত্যকা। সেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে গেটা রাজ্যেই। একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেই ঘটনায় রাজ্য সরকার ও পুলিসের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয় ২ পুলিসকর্মী সহ ৮২ জনের। এরপরই সেখানে কার্ফু জারি করার সিদ্ধান্ত নেয় সরকার।
আরও পড়ুন- 'আজ রাতেই কি হামলা পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে?' জল্পনা উস্কে দিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ
এদিকে, আজ কার্ফু তুলে নেওয়া হলেও, সেখানে সাধারণ মানুষের জটলায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই সঙ্গে কিছু স্পর্শকাতর এলাকার ওপরও নজর রাখছে পুলিস। প্রসঙ্গত, আজই ১৬ ঘণ্টার জন্য সেখানে ধর্মঘটের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।