Home> দেশ
Advertisement

রাতারাতি আরও শক্তিশালী ঘূর্ণিঝড় 'তৌকতাই', উপকূলে হাই অ্যালার্ট জারি

ঘূর্ণিঝড়ের আগে ভারী বর্ষণে উপড়ে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি

রাতারাতি আরও শক্তিশালী ঘূর্ণিঝড় 'তৌকতাই', উপকূলে হাই অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদন: শনিবার রাতে আরও ভয়ঙ্কর রূপ নিল ঘূর্ণিঝড় 'তৌকতাই'। পূর্ব-মধ্য আরব সাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। মঙ্গলবার গুজরাটের উপকূলে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি গতিবেগে আছড়ে পড়বে বলে পূর্বাভাস। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৭৫ কিমিতেও। 

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২ কিমি গতিবেগে আরও উত্তরে অগ্রসর হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ গোয়া থেকে মাত্র ২২০ কিমি দূরে, মুম্বই থেকে ৫৯০ কিমি দূরে ও গুজরাটের উপকূল থেকে ৮২০ কিমি দূরে অবস্থান করছিল। মঙ্গলবার সন্ধে নাগাদ গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই গুজরাট ও দিউয়ের উপকূল এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আরও পড়ুন: করোনা থেকে উঠেই খিদে পাচ্ছে খুব? এক্ষুণি পরামর্শ নিন চিকিৎসকের

শনিবার এ নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীও। ঘূর্ণিঝড় মোকাবিলার রাজ্যগুলির প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন মোদী। বিপদ রয়েছে এমন জায়গা থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে আসার কড়া নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় 'তৌকতাই'-এর কারণে কেরলে অতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের নয় জেলাতেও।

fallbacks    

আরও পড়ুন:  মাঝ সমুদ্রে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জারি সতর্কতা

Read More