রাজীব চক্রবর্তী: ডিএ মামলার (DA Case) শুনানিতে ফের ধাক্কা রাজ্যের। AICPI বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই নিয়েই আজ ছিল সুপ্রিম কোর্টে ডি মামলার সওয়াল জবাব। ডিএ মামলার (DA Case) সেই শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)।
এই AICPI বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সব রাজ্যই মানে। তাই পশ্চিমবঙ্গ সরকার মানতে বাধ্য কিনা? তা নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, ডিএ সংক্রান্ত রাজ্য সরকারের নিজস্ব রোপা আইন রয়েছে। সেই আইনের সঙ্গেও মিলছে AICPI, আলাদা কিছু নয়। এদিনের শুনানিতে মূল বক্তব্য যেটা উঠে আসে, তা হল- পশ্চিমবঙ্গ দেশের একটি অঙ্গরাজ্য। তাই এক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হওয়া বাঞ্ছনীয়। এদিন শুনানী চলাকালীন রাজ্য সরকারের তরফে ২০০৬-২০০৮ সাল এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রার বেঞ্চের। তাঁদের মন্তব্য, পুরনো দিনের মহাজনদের মতো টাকা জমিয়ে রেখে সেটা অন্য জায়গায় খাটানো হয়েছে! শীর্ষ আদালতের এই মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়েছে।
এদিন মামলাকারীদের পক্ষে বিকাশরঞ্জন ভট্টাচার্য, সংগ্রামী যৌথমঞ্চের পক্ষে গোপাল সুব্রমণিয়াম সওয়াল করেন। তাঁরা তাঁদের বক্তব্য রাখেন। আদালত সবটা শোনে। আগামিকাল ফের শুনানি। প্রসঙ্গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে বিচারপতিরা বলেছিলেন, কিছু একটা অঙ্ক ঠিক করে ২৫ শতাংশ দিয়ে দিতে বলুন রাজ্য সরকারকে! সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীরা।
যে প্রসঙ্গে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে আদালতে দাবি করা হয়, রাজ্য সরকারের টাকার অভাব। ওই বিপুল ডিএ দিতে গেলে রাজ্যকে ঋণ করতে হবে। তার জন্য আবার বিধানসভায় তা পাস করাতে হবে। পাশাপাশি রাজ্যের পাওনা একশো দিনের টাকা কেন্দ্র দিচ্ছে না। আবাস যোজনার টাকা দিচ্ছে না। বিপুল টাকা পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে। রিজার্ভ ব্যাঙ্ক ঋণ পাওয়ার ক্ষমতা দেখে ঋণ দেবে। তাই কোনও আদালত বলতে পারে না যে উপভোক্তা মূল্যসূচক অনুযায়ী রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। এটা চাপিয়ে দেওয়া যায় না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)