ওয়েব ডেস্ক: তাঁর শর্ত মানলে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিম, এমন দাবি করলেন প্রবীন আইনজীবী রাম জেঠমালানি।
জেঠমালানির আরও চাঞ্চল্যকর তথ্য হল, শাকিলের মাধ্যমে লন্ডনে তাঁর সঙ্গে দাউদের সরাসরি সাক্ষাত হয়। ১৯৯৩ মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরনে দাউদের কোনও হাত ছিল না বলে দাবি করেন দাউদ ইব্রাহিম। তবে তিনি আত্মসমর্পণ করতে প্রস্তুত ছিলেন। শর্ত ছিল জেলে রাখা যাবে না। জেলে আটক করে থার্ড ডিগ্রি শাস্তি দেওয়া যাবে না। বাড়িতে আটক রাখতে হবে।
কিন্তু, ইউপিএ সরকার এই শর্ত না মানায় দাউদকে নাগালে পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন প্রবীণ আইনজীবী রাম জেঠমালানি। লন্ডনে দাউদের সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং দাউদের শর্তের কথা শরদ পওয়ারকে জানিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।