জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন সংস্থার সমীক্ষা বলেছে আড়াই দশক পর দিল্লির ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এদিকে গণনার দিক সকাল থেকেই পোস্টাল ব্যালট এবং ইভিএমের গণনায় ক্রমশ পিছিয়ে পড়ছে আপের বড় নেতারা। নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু প্রাথমিক ট্রেন্ড সেকথা বলছে না। আর্লি ট্রেন্ডেই ম্যাজিক ফিগার পার করেছে বিজেরি। পিছিয়ে কেজরি-আতিশীরা।
আরও পড়ুন, Delhi Assembly Election Results 2025: দিল্লিতে অনেক পিছিয়ে আপ! গেরুয়া ঝড়ের ইঙ্গিত...
৭০ আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬। প্রাথমিক ট্রেন্ডে ধরে রাখতে পারলে দিল্লিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাজিক ফিগার টপকে যেতে পারে বিজেপি। এমনকী মুসলিম অধ্যুষিত সীলমপুরে এগিয়ে রয়েছে বিজেপি। এছাড়াও ওয়াজিপুর, তুঘলকাবাদ, ওখলা, মুস্তাফাবাদে এগিয়ে পদ্ম শিবির। বিজেপির ওম প্রকাশ শর্মা, সঞ্জয় শর্মা, সঞ্জয় গয়াল, কপিল মিশ্র, রবিন্দর গুপ্তরা এগিয়ে আছেন প্রাথমিক ফলাফলে। প্রাথমিক ট্রেন্ডে ১৫০০ ভোটে পিছিয়ে ছিল কেজরি।
প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল, অতিশী মার্লেনা, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট আম আদমি পার্টির প্রার্থীরা। এবারের লড়াই ত্রিমুখী। আম আদমি পার্টি যেখানে হ্যাটট্রিকের দৌড়ে নেমেছে, সেখানে প্রত্যাবর্তনের লড়াই কংগ্রেসের। অন্য দিকে, দিল্লি দখলে মরিয়া BJP।
গত কয়েক বছরে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারের দুর্নীতি নিয়ে সরগরম হতে দেখা গিয়েছে বিজেপিকে। আবগারি দুর্নীতি মামলায় জেলেও যেতে হয়েছে স্বয়ং কেজরিকে। জেলমুক্তির পর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন কেজরিওয়াল। চ্যালেঞ্জ ছুড়েছেন, ফের জিতে মুখ্যমন্ত্রী হবেন। এই পরিস্থিতিতে এবার আপের কাছে দিল্লির লড়াই ছিল অন্যতম চ্যালেঞ্জিং। অন্য দিকে, দিল্লির কুর্সি দখলে মরিয়া পদ্ম শিবিরও।
আরও পড়ুন, Bangladesh: নিজেদের অভ্যন্তরীণ বিষয় ভারতের ঘাড়ে চাপানো হচ্ছে, বাংলাদেশের হাইকমিশনারকে তলব দিল্লিতে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)