নিজস্ব প্রতিবেদন: সকাল থেকেই ঝাড়ুর ঝড়। তবে, মরিয়া লড়াই দিচ্ছে গেরুয়া শিবিরও। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে নিরঙ্কুশ আসনে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও মুখ না থাকা সত্ত্বেও ভোট শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে বিজেপি। শেষবেলায় মেরুকরণের রাজনীতি কাজ করতে বিজেপি সমর্থ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব দলের হেভিওয়েট প্রার্থীদের বর্তমান অবস্থান কী? এক নজরে দেখে নেওয়া যাক।
প্রার্থী | দল | কেন্দ্র | ফলাফল |
অরবিন্দ কেজরীবাল | আপ | নয়া দিল্লি | এগিয়ে |
মণীশ সিসৌদিয়া | আপ | পটপড়গঞ্জ | পিছিয়ে |
রাঘব চাড্ডা | আপ | রাজেন্দ্র নগর | এগিয়ে |
রাখি বিড়লা | আপ | মঙ্গল পুরী | এগিয়ে |
অলকা লাম্বা | কংগ্রেস | চাঁদনি চক | পিছিয়ে |
টিএস বাগ্গা | বিজেপি | হরি নগর | পিছিয়ে |
অরবিন্দর লাভলি | কংগ্রেস | গান্ধী নগর | পিছিয়ে |
বিজেন্দ্র গুপ্তা | বিজেপি | রোহিনি | পিছিয়ে |