Home> দেশ
Advertisement

Delhi High Court | Pocso offence: নাবালিকার ঠোঁট ধরে আদর, পাশে ঘুমানো POCSO-র আওতায় পড়ে না: হাইকোর্ট

POCSO Act: কোনটা যৌন হেনস্থা এবং কোনটা নয়, বিশেষ করে পকসো আইনের আওয়ার তার পরিধি কী সে বিষয়ে মুখ খুলল হাইকোর্ট। শিশুর ঠোঁট স্পর্শ করা, বা পাশে শোওয়া....

Delhi High Court |  Pocso offence: নাবালিকার ঠোঁট ধরে আদর, পাশে ঘুমানো POCSO-র আওতায় পড়ে না: হাইকোর্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌন অভিপ্রায় না থাকলে কোনও শিশুর ঠোঁট স্পর্শ করা, টেপা বা পাশে শোওয়া পকসো (POCSO) আইনের বাইরে। সে কারণেই এ ধরনের কোনও কাজ যৌন অপরাধ আইন ও শিশুদের সুরক্ষার অধীনে ক্রমবর্ধমান যৌন নিপীড়নের মধ্যে পড়বে না। বিচারপতি স্বরনা কান্ত শর্মা পর্যবেক্ষণ করে বলেন, কোনও শিশুর ঠোঁট টেপা ও পাশে শোয়ার কারণে মেয়েটির সম্ভ্রম ও মর্যাদায় আঘাত লাগলেও যদি তার মধ্য়ে কোনও 'জোর করে বা লুকনো যৌন ইচ্ছা' না থাকে তবে তা পকসো আইনের সেকশন ১০ -এর চার্জের আওতায় নয়। 

আরও পড়ুন, Puri Eatery Controversy: খাসির মাংসের ঝোলে গোপনে মেশানো হচ্ছিল নিষিদ্ধ মাংস? তোলপাড় পুরী...

এই বিষয়টি সিটি কোর্টের বিরুদ্ধে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতেই সামনে এসেছে। তার বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ধারা ৩৫৪ (outraging a woman’s modesty) এবং পকসো ধারা ১০ (ক্রমবর্ধমান যৌন নিপীড়ন) এর অধীনে তার ১২ বছর বয়সী ভাগ্নির ঠোঁট স্পর্শ ও টেপার জন্য এবং পাশে শোওয়ার কারণে অভিযোগ দায়ের হয়েছিল। 

হাইকোর্টে করা আবেদনে ওই ব্যক্তির দাবি, কোনও মেয়ের ঠোঁট স্পর্শ করা বা তাঁর পাশে শোওয়া সেই মহিলার সম্ভ্রম নষ্ট করে না। অ্যাডভোকেট অমৃত জাইসওয়াল এই আবেদন জমা দিয়েছিল যে যৌন অভিপ্রায় না থাকলে একইভাবে পোসকোর অধীনে কোনও অপরাধ গঠন করা হবে না। আরও যোগ করেছে যে ট্রায়াল কোর্ট অভিযোগগুলি দেখে তার অভিঘাত বুঝতে ব্যর্থ হয়েছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

উভয় পক্ষের কথা শোনার পরে, বিচারপতি শর্মা ১৭ পাতার আদেশে আংশিকভাবে লোকটিকে পোকসো বিধানের অধীনে অপরাধের বিষয়ে একটি উপসংহারে পৌঁছন, জোর দিয়ে বলেছিলেন যে ট্রায়াল কোর্ট অভিযোগকে বিশ্লেষণ করতে ব্যর্থ হয়েছে। 

আরও পড়ুন, First Indian Woman PM To Photojournalist: এই ভারতীয় নারীরা নিজের ক্ষেত্রে প্রথম, চেনেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More