Home> দেশ
Advertisement

দরজা খুলেই টানা ২ মিনিট ছুটল দিল্লি মেট্রো

টানা ২ মিনিট খোলা রইল বাঁ দিকের দরজা। অজুরগড় থেকে ঘিতরনি স্টেশন পর্যন্ত ইয়েলো লাইনে এভাবেই ছুটল দিল্লি মেট্রো। পরবর্তী স্টেশনে ট্রেন পৌছনোর পর অবশেষে বন্ধ হল দরজা। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

দরজা খুলেই টানা ২ মিনিট ছুটল দিল্লি মেট্রো

দিল্লি: টানা ২ মিনিট খোলা রইল বাঁ দিকের দরজা। অজুরগড় থেকে ঘিতরনি স্টেশন পর্যন্ত ইয়েলো লাইনে এভাবেই ছুটল দিল্লি মেট্রো। পরবর্তী স্টেশনে ট্রেন পৌছনোর পর অবশেষে বন্ধ হল দরজা। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের ট্রেনে ভিড় ছিল না বেশি। কয়েকজন যাত্রী ট্রেনের চালককে সতর্ক করার চেষ্টা করলেও চালক শুনতে পাননি। ইন্টারনাল ফোন থেকে তাঁকে ফোন করারও চেষ্টা করেন অনেকে। পুরো ঘটনা মোবাইলে রেকর্ড করেছেন এক যাত্রী। প্রাথমিক ভাবে ইঞ্জিন অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি।

 

Read More