জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় পোশাক পরে আসায় এক দম্পতিকে দিল্লির একটি রেস্তোরাঁয় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিটয়ো এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োতে দেখা যায়, দিল্লির পিতমপুরা এলাকার ওই রেস্তোরাঁয় ঢুকতে না পারার অভিজ্ঞতা বর্ণনা করছেন সেই দম্পতি।
আরও পড়ুন, Bengaluru Horror: কা*টা হাত মুখে বেরিয়ে আসছে কুকুর! মিলল যুবতীর কা*টা তালু-নাঁ*ড়িভুঁ*ড়ি! হাড়হিম হ*ত্যাকাণ্ডে স্তম্ভিত শহর...
তাঁরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ৩ অগস্ট, দিল্লির পিতমপুরা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত ‘টুবাটা’ নামে এক রেস্তোরাঁয়। ঘটনার একটি ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই দম্পতি। তার পর থেকে নেটিজ়েনদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে এই ঘটনা নিয়ে।
সেই ভিডিয়োয় দম্পতিকে বলতে শোনা গিয়েছে যে তাঁদের পোশাকের জন্য রেস্তরাঁয় ঢুকতে বাধা দিয়েছেন কর্মীরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। দম্পতির অভিযোগ, অন্যদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন রেস্তোরাঁর ম্যানেজার। ভিডিয়ো রেকর্ড করা ব্যক্তি বলেন, ভারতীয় পোশাক পরা ব্যক্তিদের প্রবেশে বাধা দেওয়া এই রেস্তোরাঁর কোনও অধিকার নেই এবং এটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত।
How can a restaurant in India
— MANOGYA LOIWAL मनोज्ञा लोईवाल (@manogyaloiwal) August 8, 2025
stop entry in India
for wearing an Indian wear…
Dear @KapilMishra_IND ji,
Please look into the matter.
pic.twitter.com/f1ueFvPIco
ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর দিল্লির মন্ত্রী কপিল মিশ্র বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তিনি জানান, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। পরবর্তীতে একটি পোস্টে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানান, পিতমপুরার ওই রেস্তোরাঁর মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে আর কোনো পোশাক-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।
তিনি বলেন, "পিতমপুরার এই রেস্তোরাঁর কর্তৃপক্ষ স্বীকার করেছেন যে, তারা আর পোশাকের ভিত্তিতে কোনও প্রবেশ নিষেধাজ্ঞা জারি করবেন না এবং ভারতীয় পোশাক পরিহিত নাগরিকদের স্বাগত জানাবেন। রক্ষাবন্ধনের দিন ভারতীয় পোশাকে আসা বোনেদের জন্য বিশেষ ছাড়ও থাকবে," — জানিয়েছেন কপিল মিশ্র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)