জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মদিনই হল মৃত্যুদিন! জন্মদিনের আনন্দ উদযাপনই ডেকে আনল মৃত্যুকে। ছুরির কোপের পর কোপে রক্তাক্ত শরীর, লুটিয়ে পড়ল রাস্তায়। রাস্তার সামান্য ঝগড়ায় জন্মদিনেই চরম মর্মান্তিক পরিণতি যুবকের। মৃতের নাম বিকাশ। চরম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর বুকে। দিল্লির রাস্তায়।
ফরিদাবাদের বাসিন্দা বিকাশের কদিন পরই ছিল বিয়ে। তার বুধবার জন্মদিনের রাতে দিল্লির গাজিপুরে রোড বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করতে বেরিয়েছিলেন। সেইসময় পেপার মার্কেট এলাকায় একটি মদের দোকানের কাছে ঘটনাটি ঘটে। বিকাশ ও তাঁর বন্ধু সুমিত যখন গাড়ির ভিতরে ছিলেন,ঠিক তখনই বাইক নিয়ে এক যুবক তাঁদের গাড়ির পাশ দিয়ে চলে যায়।
গাড়িতে ধাক্কা লাগে। এই নিয়ে বিকাশ যখন বাইক আরোহীকে 'চার্জ' করেন, তখনই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, এরপর বাইক আরোহী ফোন করে তাঁর বন্ধুদের ঘটনাস্থলে ডেকে পাঠান। বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করে। কমপক্ষে ৬ জন মিলে বিকাশের উপর আক্রমণ করে। বিকাশ ও সুমিতকে রড দিয়ে মারধর করে। এরপর অভিযুক্তরা ছুরি নিয়ে তাঁদের উপর হামলা করে। বার বার ছুরিকাঘাতের জেরে রাস্তাতেই লুটিয়ে পড়েন রক্তাক্ত বিকাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশের। ওদিকে পালিয়ে যায় অভিযুক্তরা।
সন্তানহারা মায়ের কান্না
আর সুমিতকে গুরুতর জখম অবস্থায় দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারপর তাঁকে বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সন্তানহারা বিকাশের মা কাঁদতে কাঁদতে জানান, "দুই বন্ধু নয়ডার একটি বেসরকারি বিমা কোম্পানিতে কাজ করত। নয়ডার একটি পিজিতে থাকত। সকালে কাজে বেরিয়ে যেত। বলেছিল, বন্ধুদের সঙ্গে রাত কাটাবে, সকালে বাড়ি ফিরে আসবে। কদিন পরই বিয়ে ছিল ছেলেটার।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)