ওয়েব ডেস্ক: ফের দুষ্কৃতী দৌরাত্ম্য দিল্লিতে। রাতে কোদিয়া পুল এলাকায় পুলিসের টহলরত ভ্যান লক্ষ্য করে গুলি চার যুবকের। পুলিসসূত্রে খবর, রাতে প্যাট্রোলিংয়ের সময়ে একটি অল্টোগাড়িতে মাল তুলতে দেখে সন্দেহ হয় টহলরত পুলিস কর্মীদের। ধাওয়া করতেই চলন্ত গাড়ি থেকে পুলিসের ভ্যান লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। পরে ভ্যানের ধাক্কায় গাড়িটি উল্টে গেলে হাতেনাতে ধরা পড়ে যায় একজন। বাকিরা অবশ্য চম্পট দেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তল্লাসি চলছে বাকি তিন ফেরার অভিযুক্তের খোঁজেও।
বড় দিনের আগে রাজধানীতেই দুষ্কৃতী দৌরাত্ম্য, উদ্বিগ্ন প্রশাসনিক মহল।