Home> দেশ
Advertisement

Delhi woman devoted wife image: 'মিস' করছেন খুব! দুঃখের গানে স্বামীর সঙ্গে ভিডিয়ো পোস্ট 'বিধবা' সোনিয়ার! আসলে সবটাই নাটক... বাস্তবে...

Delhi Wife killed husband: যেন তিনি কত স্বামীকে 'মিস' করছেন! পোস্ট করতে থাকেন প্রীতমের সঙ্গে একের পর এক ভিডিয়ো। কিন্তু আসল গল্প অন্য... কী সেই গল্প? জানতে হলে পিছিয়ে যেতে হবে এক বছর আগে...

Delhi woman devoted wife image: 'মিস' করছেন খুব! দুঃখের গানে স্বামীর সঙ্গে ভিডিয়ো পোস্ট 'বিধবা' সোনিয়ার! আসলে সবটাই নাটক... বাস্তবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম! ভয়ংকর! শিরদাঁড়া দিয়ে বয়ে যায় হিমশীতল ঠান্ডা স্রোত! এমনই ভয়ংকর শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে রাজধানীর বুকে। ষড়যন্ত্র করে স্বামীকে খুন! তারপরই শুরু হয় আসল নাটক...

কী সেই নাটক?

খুনি স্ত্রীর নিজেকে বিধবা সাজানোর নাটক! স্বামীকে খুনের পর সোশ্যাল মিডিয়া নিজের 'বিধবা' ভাবমূর্তি রক্ষায় দুঃখের গানের সঙ্গে লিপ দিয়ে পোস্ট করতে থাকেন একের পর এক ভিডিয়ো। যাতে সবাই ভাবে ৩৪ বছরের সোনিয়া আসলে স্বামী প্রীতম প্রকাশের মৃত্যুর পর কতটা শোকগ্রস্ত। কিন্তু আসল গল্প অন্য...

সোনিয়ার আসল গল্প...

৩৪ বছরের সোনিয়া আসলে রোহিত বলে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। তাঁর এই পরকীয়ায় পথের কাঁটা ছিলেন পথের কাঁটা স্বামী প্রীতম প্রকাশ। আর সেই কারণেই প্রেমিক রোহিতের সঙ্গে ছক কষে স্বামী প্রীতমকে খুন করান সোনিয়া। রীতিমতো সুপারি দিয়ে এক বছর আগে স্বামী প্রীতমকে খুন করান সোনিয়া।

সোনিয়ার প্ল্যান...

প্রীতমকে খুনের পর রীতিমতো থানায় মিসিং ডায়েরি করেন। একবছর ধরে নিয়মিত লোক দেখিয়ে স্বামী প্রীতমের খোঁজে থানাতেও যেতেন। ওদিকে সোশ্যাল মিডিয়ায় নিজেকে স্বামী নিবেদিত প্রাণ হিসেবে দেখাতে পোস্ট করতে থাকেন প্রীতমের সঙ্গে একের পর এক ভিডিয়ো। ব্যাকগ্রাউন্ডে দুঃখের গান! এমনকি  প্রীতমের সঙ্গে ছবি কোলাজের পাশাপাশি, স্বামীর সঙ্গে হোলি খেলার পুরনো ভিডিয়োও শেয়ার করেন সোনিয়া। যেন তিনি কত স্বামীকে 'মিস' করছেন!

বাস্তবে সোনিয়া...

কিন্তু আসলে স্বামী প্রীতমকে সুপারি কিলার দিয়ে খুনের পর সোনিয়া তাঁর প্রেমিক রোহিতের সঙ্গে বেড়াতে চলে যান। এই রোহিতের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই আলাপ সোনিয়ার। রোহিতের সঙ্গে চ্যাট করার সময় স্পিচ-টু-টেক্সট ব্যবহার করতেন সোনিয়া। সেই মেসেজ ঘেঁটেই সোনিয়ার প্ল্যান, সোনিয়ার আসল সত্যি জানতে পেরেছে পুলিস।

সোনিয়া-প্রীতমের সংসার...

১৬ বছর বয়সে প্রীতমকে বিয়ে করেন সোনিয়া। দম্পতির ৩ সন্তানও হয়। কিন্তু প্রকাশের মাদকাসক্তি, হিংসাত্মক আচরণের জন্য নিত্য অশান্তি লেগে থাকত। এরপরই সোনিয়া তাঁর বোনের বর বিজয়কে টাকা দিয়ে স্বামী প্রকাশ প্রীতমকে হত্যার ছক কষের। খুনের পর দেহ সোনিপতের কাছে আগওয়ানপুর গ্রামে গুম করে দেয়। এরপর আলিপুরে বাড়ি ফিরে আসার পর, স্থানীয়রা বার বার তাঁকে প্রকাশ সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকলে সোনিয়া গত বছর জুলাই মাসে মিসিং ডায়েরি করেন। 

পুলিসি তদন্ত...

এরপরই পুলিস তদন্তে নামে। ধীরে ধীরে খুনের রহস্য উন্মোচিত হয়। ইতিমধ্যেই পুলিস অভিযুক্ত প্রেমিক রোহিতকে গ্রেফতার করেছে। বিজয়ও জেলে। পুলিস সূত্রে খবর, ধৃত প্রেমিক রোহিতের বিরুদ্ধে আগেও ৪টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে খুনও রয়েছে। সোনিপত ও দিল্লির মধ্যে প্রাইভেট ক্যাব চালক হিসেবে কাজ করত রোহিত। এই এপ্রিলে বিয়েও করে রোহিত। তবে তারপরেও সোনিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল।

আরও পড়ুন, UP siblings 22 page note: 'আমরা বাবা ডাকি, তোমার পছন্দ নয়, আমাদের মৃতদেহও ছুঁয়ো না...' ২২ পাতার বিস্ফোরক চিঠি ভাইবোনের! সব টাকা বন্ধুকে...

আরও পড়ুন, Gurugram Shocker: হাড়হিম হরিয়ানা! বাড়ি থেকে ৭ লাখ নিয়ে বেরন যুবক... সেই রাতেই 'লিভ-ইন পার্টনার' প্রেমিকা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More