নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হাজির হন (Deepika Padukone) দীপিকা পাডুকন৷ দিল্লিতে ছপক-এর প্রমোশন সেরে, বিশ্ববিদ্যালয়ে যান তিনি৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়ান দীপিকা। এর পরই দীপিকা অভিনীত ছবি ‘ছপক’ (Chhapaak) বয়কটের ডাক দেন অনেকে।
নেটিজেনরা ওই দিন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অভিনেত্রীর উপস্থিতিকে ছবির প্রচারের ‘সস্তা চেষ্টা’ বলে মন্তব্য করেন। অনেকে বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গুন্ডাদের সমর্থন করছেন, আফজল গুরুকেও সমর্থন করছেন দীপিকা।
First day. First show. #ChhapakDekhoTapaakSe
— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) January 8, 2020
Tickets bought. And gifted to a young couple who work with me. Enjoy on Friday morning #IStandwithDeepika pic.twitter.com/8oNbATof52
আরও পড়ুন: 'গুন্ডাদের কেন সমর্থন করছেন?' JNU-তে হাজির হওয়ায় দীপিকাকে বয়কটের ডাক
সব মিলিয়ে দীপিকার ‘ছপক’ (Chhapaak) বয়কটের জোরালো ধ্বনি উঠেছে দেশের বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে একেবারে অন্য কায়দায় অভিনেত্রীকে সমর্থন জানালেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। নিজের সহকর্মীদের ‘ছপক’ (Chhapaak) ছবির টিকিট কিনে দিয়েছেন ডেরেক। উত্সাহিত করেছেন ছবিটি দেখার জন্য। ডেরেক নিজের টুইটার হ্যান্ডেলে বুধবার নিজেই জানিয়েছেন এ কথা। ফলে সব মিলিয়ে ব্যতিক্রমী পথে অভিনেত্রীকে সমর্থন জানিয়ে ‘ছপক’ ছবিটি দেখার জন্য সকলকে উত্সাহিত করেছেন ডেরেক।