Home> দেশ
Advertisement

Dilip Ghosh: 'সমস্ত জটিলতা কাটিয়ে যেন এগোতে পারি!' দিল্লি কালীবাড়িতে রিঙ্কুকে পাশে নিয়ে পুজো দিলীপের, তারপর...

Dilip Ghosh: নতুন পুরনো দ্বন্দ্ব কিছু নেই। বেশি লোক একসঙ্গে এসে গেলে, তাদের জায়গা adjust করতে একটু সময় লাগে। হঠাৎ পার্টি বেড়েছে। হঠাৎ বহু লোক চলে এসেছে।

Dilip Ghosh: 'সমস্ত জটিলতা কাটিয়ে যেন এগোতে পারি!' দিল্লি কালীবাড়িতে রিঙ্কুকে পাশে নিয়ে পুজো দিলীপের, তারপর...

রাজীব চক্রবর্তী:  বাংলার পরিবর্তন, উন্নতি, শান্তির জন্য প্রার্থনা করে দিল্লির সি আর পার্কে কালীবাড়িতে সস্ত্রীক পুজো দিলেন দিলীপ ঘোষ।

নিজের জন্য কিছু চাইলেন কি না প্রশ্নের উত্তরে বলেন, সমস্ত জটিলতা কাটিয়ে যেন এগোতে পারি।

তিন দিন দিল্লি সফরের পর নির্দিষ্টভাবে কার কার সঙ্গে দেখা হল, এড়িয়ে গেলেন সেই প্রশ্ন।  জানালেন, বন্ধু-বান্ধব পার্টি নেতৃত্ব বহু লোকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। নতুন দায়িত্বে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তরে বলেন, সেটা পার্টি ঠিক করবে। দেখা যাক। 

আরও পড়ুন:  Radhika Yadav murder case update: রাধিকার বুকেই চারটে গুলি! পোস্টমর্টেম রিপোর্টে মারাত্মক তথ্য... বাবা মিথ্যে বলেছে... পুলিসও...

দলের ঐক্যের প্রশ্নে:

দল শক্তিশালী হচ্ছে, পুরনো কর্মীরাও সক্রিয় হচ্ছেন। যত ইলেকশন এগোবে আরও দেখতে পাবেন। 

দিলীপ ঘোষের আজকের ঐক্যের বার্তার পোস্ট প্রসঙ্গে:

উনিও (রাজ্য সভাপতি) করেছেন। আমিও আবেদন করেছি। দরকার হলে পার্টি চাইলে আমি সব জায়গায় গিয়ে পুরনোদের বলব , সবাই একসঙ্গে লাগুন। রাজ্য সভাপতি নিজে জেলায় জেলায় যাবেন। যা পদ্ধতি সেইভাবে সকলকে সক্রিয় করবেন। শমীক দা পুরোনো কর্মী। সবাইকে চেনেন। তার সঙ্গে সবার একটা সম্পর্ক আছে। সেই জন্য অসুবিধা কিছু হবে না। 

নতুন পুরনো দ্বন্দ্ব কিছু নেই। বেশি লোক একসঙ্গে এসে গেলে, তাদের জায়গা adjust করতে একটু সময় লাগে। হঠাৎ পার্টি বেড়েছে। হঠাৎ বহু লোক চলে এসেছে। সেই জন্য কিছু সমস্যা হয়েছিল। তা ধীরে ধীরে চলতে চলতে ঠিক হয়ে যাবে। 

আরও পড়ুন:  Radhika Yadav: WATCH VIDEO:পুরুষের কণ্ঠলগ্না হয়ে রোম্যান্টিক গান, টেনিস অ্যাকাডেমি... রাধিকার স্বাধীনচেতা মনোভাবেই বাবা হল খুনি?

শুভেন্দু অধিকারীর কাশ্মীর মন্তব্য প্রসঙ্গে:

কমেন্ট আমি করি বা অন্য কোনও নেতা করুন, সেটা পার্টির মধ্যে সিস্টেম আছে দেখার। রাজ্যের নেতৃত্ব আছেন। আমাদের বর্তমান রাজ্য সভাপতি যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ। তিনি এটা বিচার করবেন। বাকি আমাদের কেন্দ্রের নেতৃত্ব আছেন তারা দেখবেন। যদি পার্টি লাইনের বাইরে হয় তাহলে তারা সতর্ক করবেন। 

কলেজে ছাত্রী, মহিলা নিগ্রহের ঘটনা:

সারা পশ্চিমবঙ্গে মহিলারা নিগৃহীত হচ্ছে। কলেজ ইউনিভারসিটি মহিলাদের ত্রাসের জায়গা হয়ে গেছে। কারও সুরক্ষা নেই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More