Home> দেশ
Advertisement

ইনজেকশনে বিষ দিয়ে খুন, ডাক্তারের কুকীর্তি ফাঁস করল নার্স

চিকিত্‍সকই সিরিয়াল কিলার। কমপক্ষে ৬ জনকে বিষ ইনজেকশন দিয়ে খুন করেছে সন্তোষ পল। 

ইনজেকশনে বিষ দিয়ে খুন, ডাক্তারের কুকীর্তি ফাঁস করল নার্স

ওয়েব ডেস্ক: চিকিত্‍সকই সিরিয়াল কিলার। কমপক্ষে ৬ জনকে বিষ ইনজেকশন দিয়ে খুন করেছে সন্তোষ পল। 

স্থানীয় পুলিসই তার নাম দিয়েছে ডক্টর ডেথ। ঘটনা মহারাষ্ট্রের সাতারা জেলার ওয়াই শহরের। এক অঙ্গনওয়াড়ি কর্মীর অপহরণের তদন্ত সূত্রে সামনে এসেছে এই সিরিয়াল কিলিংয়ের ঘটনা। ওই মহিলা স্থানীয় চিকিত্‍সক সন্তোষ পলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। এক নার্সের সাহায্যে ওই মহিলাকে অপহরণ করে খুন করে সন্তোষ পল। সেই নার্সই ডক্টর ডেথের কুকীর্তি ফাঁস করে দেয়। শনিবার সন্তোষ পলকে গ্রেফতার করে পুলিস। জেরায় ওই অঙ্গনওয়াড়ি কর্মী সহ ৬ জনকে খুনের কথা স্বীকার করেছে সন্তোষ পল। তাঁর খামারবাড়িতে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিস। 

Read More