Home> দেশ
Advertisement

এবার ভারতে 5G সার্ভিস ট্রায়ালের অনুমতি দিল DOT

এবার ভারতে 5G সার্ভিস ট্রায়ালের অনুমতি দিল DOT


Department of Telecom(DOT) টেলি পরিষেবাগুলিকে (Telecom Service Providers) ৫জি ট্রায়ালের জন্য ৬ মাসের জন্য অনুমোদন দিল। এই ট্রায়ালের সুযোগ দেওয়া হবে Airtel Ltd, Reliance JioInfocomm Ltd, Vodafone Idea Ltdকে।

fallbacks

 এখনও পর্যন্ত ভারতের ১৩টি জায়গায়  ৬ মাসের জন্য  এই ট্রায়াল চলবে।

টেলিকম সংস্থাগুলিকে পরীক্ষা-নিরীক্ষা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে (800 মেগাহার্টজ, 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ এবং 2500 মেগাহার্টজ) 5 জি ট্রায়াল পরিচালনার জন্য।

অনুমতি পত্রগুলি নির্দিষ্ট করে বলা আছে প্রতিটি TSP শহর ছাড়াও গ্রাম এবং মফস্বলেও সেটিংয়ে ট্রায়াল পরিচালনা করতে হবে, সেটিংস যাতে 5G প্রযুক্তির সুবিধাটি বাড়ায়
দেশজুড়ে এবং কেবলমাত্র শহরাঞ্চলেই যেন সীমাবদ্ধ না থাকে। 

Read More