Home> দেশ
Advertisement

Election Commission: 'ভোটার তালিকা থেকে সরছে ডুপ্লিকেট এপিক নম্বর', তৃণমূলের চাপে ঢোক গিলল কমিশন!

Election Commission:  'মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরদর্শিতা আবার প্রমাণিত হল', বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

Election Commission: 'ভোটার তালিকা থেকে সরছে ডুপ্লিকেট এপিক নম্বর', তৃণমূলের চাপে ঢোক গিলল কমিশন!

রাজীব চক্রবর্তী:  'ভোটার তালিকা থেকে ভুয়ো EPIC নম্বর সরিয়ে ফেলা হবে'। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে এবার বিবৃতি দিল নির্বাচন কমিশন। জানানো হল, 'আগামী তিন মাসের  ডুপ্লিকেট EPIC নম্বরের সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন'।

আরও পড়ুন:  Nishant Tripathi Death: 'আমি পায়ে পড়ছি, আর...'! স্ত্রীর অত্যাচারে এবার পাঁচতারা হোটেলেই গলায়...

কমিশনের বিবৃতিতে উল্লেখ,  'ডুপ্লিকেট EPIC নম্বরের সমস্যা দীর্ঘদিনের। নম্বর বরাদ্দের সময় কিছু ভুলের কারণে বিভিন্ন রাজ্যে একাধিক ব্যক্তিকে একই নম্বর দেওয়া হয়েছে।  এবার প্রযুক্তিগত দল ও সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে আলোচনা করে প্রতিটি ভোটারকে একক EPIC নম্বর দেওয়ার ব্যবস্থা  করা হবে'। 

এদিকে কমিশনের এই সিদ্ধান্তকে 'নৈতিক জয়' হিসেবে দেখছে তৃণমূল। দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরদর্শিতা আবার প্রমাণিত হল। অন্য বিরোধী দলগুলি থেকে যে আমরা এগিয়ে সেটা প্রমাণিত হল। অপরাধ যে সংগঠিত হচ্ছে, তার গন্ধ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা নেমে এটা আটকালেন। নির্বাচন কমিশনের উপায় রইল না, ষড়যন্ত্রটাকে চালিয়ে যাওয়ার। নিজেদের কাজ ঠিকমতো এবার করতেই হবে'।

ঘটনাটি ঠিক কী? গত ২৮ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোটার তালিকা নিয়ে বিস্ফোর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, 'বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, তাই বাইরের লোকের নাম ঢোকাচ্ছে'। এরপর রাজ্যদজুড়ে 'ভুতুড়ে' ভোটার ধরতে ময়দানে নামেন তৃণমূলের নেতা-কর্মীরা।

এর আগে, কমিশনের তরফে পাল্টা বিবৃতিতে জানানো হয়েছিল,  'একই EPIC নম্বরের অধিকারী হতে পারেন একাধিক মানুষ। একই EPIC নম্বরে একাধিক নাম থাকার অর্থ ভুয়ো ভোটার নয়'। কমিশনের দাবি, 'EPICনম্বর এক হলেও বিধানসভা কেন্দ্র এবং ভোটকেন্দ্র আলাদা হতে পারে। EPIC নম্বর এক হলেও, একজন ভোটার দুই জায়গায় ভোট দিতে পারেন না'। কিন্তু চাপের মুখে শেষপর্যন্ত তৃণমূলের অভিযোগকেই কার্যত মান্যতা দিল কমিশন।

আরও পড়ুন:  Bihar Shocker: মাটিতে দুই পা গাঁথা পেরেক দিয়ে, হাইওয়ের ধারে গণলালসার বলি যুবতী...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More