Home> দেশ
Advertisement

৬৫ বছরের বেশি বয়স হলেই মিলবে না পোস্টাল ব্যালট, পরিষ্কার করল নির্বাচন কমিশন

সিপিআই, সিপিআই(এম), টিএমসি , আরজেডি ও কংগ্রেস পরিষ্কার ভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছিল ৬৫ বছরের উর্দ্ধে নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে তাঁদের উপর ক্ষমতায় থাকা দলের চাপ থাকতে পারে।

৬৫ বছরের বেশি বয়স  হলেই মিলবে না পোস্টাল ব্যালট, পরিষ্কার করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন: সামনেই বিহারে নির্বাচন, কাঁটার মতো বিঁধে আছে করোনা। সেক্ষেত্রে নির্বাচন হবে কী করে? পোস্টাল ব্যালট কারা পাবেন?
নির্বাচন কমিশন জানিয়ে দিল ৬৫ এর উর্দ্ধে হলেই মিলবে না পোস্টা, ব্যলট। ৮০ বছরের উর্দ্ধে শারীরিক ভাবে অক্ষম ও কোভিড আক্রান্ত ব্যক্তিরা পাবেন পোস্টাল ব্যালট।

সিপিআই, সিপিআই(এম), টিএমসি , আরজেডি ও কংগ্রেস পরিষ্কার ভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছিল ৬৫ বছরের উর্দ্ধে নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে তাঁদের উপর ক্ষমতায় থাকা দলের চাপ থাকতে পারে।

আরও পড়ুন:"প্রতিশ্রুতি মেনে নিয়ন্ত্রণ রেখা থেকে সরছে দুই দেশ, তবে বেনিয়মে জমি ছাড়া হবে না"

নির্বাচন কমিশনের বিবৃতিতে যদিও বিরোধীদের কোনও কথার উল্লেখ নেই। তাঁদেরপক্ষ থেকে বলা হয়েছে বিশ্বমারীর সময় নির্বাচন করতে অনেক সমস্যা ও বাধা রয়েছে। তাই পরিস্থিতি মাথায় রেখে ৬৫ বছরের উর্দ্ধেই পোস্টাল ব্যালট নয়। ৬৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রথমে তাঁদের সকলকে পোস্টাল ব্যালটের অনুমতি দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখন সেই বিষয়ে দাঁড়ি টানল নির্বাচন কমিশন।

Read More