Home> দেশ
Advertisement

ইডির জালে বড়সড় আইপিএল বেটিং চক্র

ইডির জালে বড়সড় আইপিএল বেটিং চক্র

আইপিএল ঘিরে বড়সড় বেটিং চক্র ধরা পড়ল ইডির জালে। দেশজুড়ে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের ব্যাপক অভিযানে ওই চক্রের ৫ বুকি গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ৩ জন ধরা পড়ে আমেদাবাদে। বাকি ২ জনকে দিল্লি থেকে পাকড়াও করেন ইডির অফিসাররা। জামিন ঠেকাতে এদের সকলের বিরুদ্ধেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিযোগ দায়ের করেছে ইডি।

আইপিএল ঘিরে ফের বেটিং ও ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় দেশের বিভিন্ন শহরে ইডির বিশেষ দল  অভিযান চালায়। তারই জেরে ওই বেটিং চক্রের হদিস মেলে।  ইডি কর্তাদের ধারণা, এবারের আইপিএলের বেশ কয়েকটি ম্যাচেও গড়াপেটা হয়ে থাকতে পারে। আইপিএল বরাবরই থেকেছে বিতর্কে কেন্দ্রে। রেভ পার্টি থেকে মাদকচক্র, ম্যাচ গড়াপেটা বরাবরই বিতর্কে জড়িয়েছে আইপিএল। সেই ধারা বজায় রাখল আইপিএল ৮ সিরিজও।

 

Read More